মোদী সরকার ভারতীয় অর্থনীতিকে ‘মাঝারি আয়ের দেশ’-এর ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে কংগ্রেস নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম অভিযোগ তুললেন। শুক্রবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনীতির ছবি নিয়ে আর্থিক সমীক্ষা পেশ করতে চলেছেন। তার আগে প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের অভিযোগ, দেশে যদি কোনও সরকার না-ও থাকে, তা হলেও ভারতের অর্থনীতির বৃদ্ধির হার ৪ থেকে ৫ শতাংশ হবে। সেই হিসেবে মোদী সরকারের বাড়তি অবদান মাত্র ১.৫ থেকে ২ শতাংশ।
আর্থিক সমীক্ষায় চলতি অর্থ বছরের অর্থনীতির পরিস্থিতির সঙ্গে আগামী অর্থ বছরে বৃদ্ধির হার সম্পর্কে একটা পূর্বাভাসও থাকে। তার আগে আজ কংগ্রেস ‘অর্থনীতির আসল ছবি’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে। কংগ্রেসের দাবি, সরকারের আর্থিক সমীক্ষায় দেশের আসল ছবি থাকবে না। যে ছবি বলে, আর্থিক দুরবস্থার কারণে বছরে ২২ হাজার মানুষ আত্মহত্যা করেছেন। রিপোর্টের রূপকার চিদম্বরম বলেন, ‘মাঝারি আয়ের ফাঁদ’-এর দিকে মোদী সরকার দেশকে নিয়ে যাচ্ছে। অর্থনীতির গতি কমেছে। আগের বছরের থেকে বৃদ্ধির হার ২ শতাংশ বিন্দু কমছে। কোনও চাকরি নেই। তরুণদের মধ্যে বেকারত্বের হার ৪০%। চার-পাঁচ বছর ধরে বেতন বৃদ্ধি হচ্ছে না। এ দিকে মূল্যবৃদ্ধি বাড়ছে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের খরচ ১০ শতাংশের বেশি হারে বাড়ছে।
পরিসংখ্যান মন্ত্রকের প্রথম পূর্বাভাস বলছে, চলতি অর্থ বছরে বৃদ্ধির হার ৬.৪%-এ আটকে থাকবে, যা গত অর্থ বছরে ৮.২% বৃদ্ধির হারের থেকে অনেকটাই কম। তার পরেও ভারতের বৃদ্ধির হার সব থেকে বেশি বলে ঢাক পেটাচ্ছে মোদী সরকার। চিদম্বরম বলেন, “ভারতের আর্থিক বৃদ্ধির হার সত্যিই সব থেকে বেশি। কিন্তু সেটা সম্পূর্ণ গল্প নয়। দেখা দরকার, জিডিপি কতটা বেড়েছে। আমেরিকার বৃদ্ধির হার ২.৭% হলেও তার জিডিপি ৭৮৭ বিলিয়ন ডলার বেড়েছে। চিনের বৃদ্ধির হার ৪.৯% হলেও জিডিপি বেড়েছে ৮৯৫ বিলিয়ন ডলার। কিন্তু ভারতের বৃদ্ধির হার সব থেকে বেশি হলেও জিডিপি বেড়েছে মাত্র ২৫৬ বিলিয়ন ডলার।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)