একে গ্রামের রক্ষণশীল যৌথ পরিবারের সন্তান। তার উপর ‘মেয়েলি পুরুষ’। ছোটবেলা থেকেই তাই বারে বারে নিগ্রহের শিকার হতে হয়েছিল মনজাম্মা জোগাতিকে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে মঙ্গলবার পদ্মশ্রী সম্মাননা গ্রহণের পরে কর্নাটকের রূপন্তরকামী লোকশিল্পী নিজেই জানিয়েছেন তাঁর জীবনের সেই সব লাঞ্ছনার দিনগুলির কথা।
বল্লারীর অদূরে এক গ্রামে জন্ম মনজাম্মার। তখন নাম ছিল মঞ্জুনাথ শেট্টি। সে সময় থেকেই নিজের নারীসত্তাকে চিনতে পেরেছিলেন তিনি। সম্ভবত চিনতে পেরেছিল আরও কেউ কেউ। তাই শৈশবেই এক আত্মীয়ের যৌন নিগ্রহের শিকার হতে হয়েছিল। মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।