Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সরতাজের শুভেচ্ছা

রবিবারের বদলে শনিবার অমৃতসরে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে এলেন পাক বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজ। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নিয়ে সারা দিন সরগরম রইল অমৃতসর।

সরতাজ আজিজ

সরতাজ আজিজ

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ০৩:০১
Share: Save:

রবিবারের বদলে শনিবার অমৃতসরে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে এলেন পাক বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজ। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নিয়ে সারা দিন সরগরম রইল অমৃতসর। শেষ পর্যন্ত সম্মেলনের উদ্বোধনের পরে নৈশভোজের আসরে শুভেচ্ছা বিনিময় করলেন মোদী ও সরতাজ। সংবাদমাধ্যমের একাংশ দাবি করে, নৈশভোজেই মোদীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করতে চান আজিজ। সেই কারণেই তিনি শনিবার এসেছেন। কিন্তু পরে ভারত ও পাকিস্তানের তরফে সরকারি ভাবে জানানো হয়, এমন কোনও বৈঠকের সম্ভাবনা আপাতত নেই। সকালে কুয়াশার ফলে অমৃতসরে উড়ান নামা কঠিন হচ্ছে। তাই আজিজ আগে এসেছেন। এরই মধ্যে ইসলামাবাদ দাবি করেছে, পাক কূটনীতিকদের বেতন তুলতে বাধা দিচ্ছে‌ দিল্লি। পাক হাইকমিশন সূত্রের দাবি, নোট বাতিলের জেরে এই ঘটনা ঘটেনি। দিল্লির নির্দেশেই বেতন তুলতে পারছেন না পাক কূটনীতিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sartaj Aziz
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE