Advertisement
E-Paper

হত্যা করে সেনাদের অঙ্গচ্ছেদ করল পাকিস্তান! যোগ্য জবাব দেব: ভারত

পুঞ্চে বর্বরোচিত হামলা চালাল পাকিস্তান। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে ভারতীয় সীমান্ত চৌকিগুলিতে আচমকা গোলাবর্ষণ তো করলই, মৃত ভারতীয় সেনাদের অঙ্গচ্ছেদ করে তাদের দেহ ক্ষতবিক্ষতও করল পাকিস্তানের পাঠানো বর্ডার অ্যাকশন টিম। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৮:৪৯
নিয়ন্ত্রণ রেখায় যে জঘন্য কাজ করেছে পাকিস্তান, ভারত তার উপযুক্ত জবাব দেবেই। জানিয়েছে সেনার নর্দার্ন কম্যান্ড। —ফাইল চিত্র।

নিয়ন্ত্রণ রেখায় যে জঘন্য কাজ করেছে পাকিস্তান, ভারত তার উপযুক্ত জবাব দেবেই। জানিয়েছে সেনার নর্দার্ন কম্যান্ড। —ফাইল চিত্র।

পুঞ্চে বর্বরোচিত হামলা চালাল পাকিস্তান। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে ভারতীয় সীমান্ত চৌকিগুলিতে আচমকা গোলাবর্ষণ তো করলই, মৃত ভারতীয় সেনাদের অঙ্গচ্ছেদ করে তাদের দেহ ক্ষতবিক্ষতও করল পাকিস্তানের পাঠানো বর্ডার অ্যাকশন টিম। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ড স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পাকিস্তানের এই ‘জঘন্য’ কাজের উপযুক্ত জবাব ভারত দেবে।

নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকাতেই এই ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ড সূত্রে জানানো হয়েছে, ২২ শিখ রেজিমেন্টের একটি টহলদারি দল কৃষ্ণা ঘাটি সেক্টরের দু’টি সীমান্ত চৌকির মধ্যে সোমবার সকালে টহল দিচ্ছিল। নয় সদস্যের সেই টহলদার বাহিনীকে লক্ষ্য করেই নিয়ন্ত্রণ রেখার ও পার থেকে আচমকা হামলা হয়। রকেট, মর্টার এবং অন্যান্য ভারী আগ্নেয়াস্ত্র থেকে গোলা-গুলি চালানো হয়। এই আচমকা হামলায় মৃত্যু হয় ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসারের এবং বিএসএফ-এর এক হেড কনস্টেবলের। জখম হন আরও এক জন।

পাকিস্তানের বর্বর হামলার পর ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ডের টুইট। এই টুইটেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাকিস্তান আচমকা গোলাবর্ষণ করেই থেমে থাকেনি। একই সঙ্গে ময়দানে নামানো হয়েছিল বর্ডার অ্যাকশন টিমকেও। তারা ভারতের নিয়ন্ত্রণে থাকা এলাকার প্রায় ২০০ মিটার ভিতরে ঢুকে এসে টহলদার বাহিনীর উপর হামলা চালায়। যে দুই সেনা আচমকা গোলাবর্ষণে শহিদ হয়েছিলেন, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম সেই দু’জনের অঙ্গচ্ছেদ করে এবং তাদের দেহ ক্ষতবিক্ষত করে দেয়। প্রথমে সংঘর্ষ বিরতি ভেঙে হামলা চালানো, তার পর বর্ডার অ্যাকশন টিম পাঠিয়ে মৃত সৈনিকদের অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেওয়ার মতো বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা করেছে ভারত। সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ড পাকিস্তানের এই আচরণকে, ‘জঘন্য’ আখ্যা দিয়েছে। টুইট বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করে নর্দার্ন কম্যান্ডের হুঁশিয়ারি, পাকিস্তানকে এর ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।

আরও পড়ুন: আমেরিকা সোলের পাশেই, তবু দ্বন্দ্ব টাকা ঢালা নিয়ে

পাকিস্তান ২০১৬ সালে ২২৮ বার সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙেছিল। চলতি বছরেও সেই ধারা বহাল রয়েছে। গত মাসে অন্তত সাত বার পাকিস্তান সংঘর্ষ বিরতি ভেঙেছে। মে মাসের প্রথম দিনেও ফের সেই ঘটনা।

নিহত সেনাদের দেহ ক্ষতবিক্ষত করার অভিযোগ পাকিস্তানের তরফে যথারীতি অস্বীকার করা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাবাহিনী কখনও সৈনিকদের অসম্মান করে না, ভারতীয় সৈনিকদেরও না।

Jammu-Kashmir Line Of Control Ceasefire Violation Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy