সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে ফের সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করল পাকিস্তান।
রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ভীম্বার গালি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। এ দিন সকাল পৌনে ন’টা থেকে শুরু হয় এই হামলা। পাক সেনার হামলার জবাব দেয় ভারতীয় সেনারাও। বিকেলের দিকেও দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর মিলেছে। পাশাপাশি বেলা ১০টা থেকে রামগড় সেক্টরেও চলছে গোলাবর্ষণ। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষেই হতাহতের খবর নেই।
আরও পড়ুন: ভারতীয় সেনাকে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নিতে বললেন রামদেব
গতকাল সন্ধেয় পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনা হামলা শুরু করে। গুলির পাশাপাশি মর্টার থেকেও চলে হামলা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। স্থানীয়রা জানিয়েছেন, রাতের আকাশ মর্টারের গোলায় আলোকিত হয়ে গিয়েছিল। রবিবারই ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বুধবার থেকে শনিবারের মধ্যে ১৩ জন পাক জঙ্গিকে খতম করেছে তারা।