Advertisement
E-Paper

‘অপারেশন আঘাত ৩.০’! বর্ষবরণের আগে মাদক বিরোধী অভিযানে দিল্লি পুলিশ, ধৃত ২৮৫, উদ্ধার ২১টি পিস্তল

ধৃতদের বিরুদ্ধে, চুরি, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন (মাদকবিরোধী আইন) এবং জুয়া প্রতিরোধ আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬
দিল্লিতে পুলিশি অভিযান।

দিল্লিতে পুলিশি অভিযান। ছবি: পিটিআই।

ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উৎসবের আবহে দিল্লি জুড়ে মাদক বিরোধী অভিযান শুরু করল পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া অভিযানে শনিবার সকাল পর্যন্ত ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন আঘাত ৩.০’। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের পাশাপাশি লাইসেন্স বিহীন আগ্নেয়াস্ত্র এমনকি, চুরি যাওয়া মালপত্রও উদ্ধার হয়েছে অভিযানে। ধৃতদের বিরুদ্ধে, চুরি, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন (মাদকবিরোধী আইন) এবং জুয়া প্রতিরোধ আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

জুয়াচক্রের বিরুদ্ধে অভিযানে ৩১০টি মোবাইল ফোন এবং নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়া ২১টি দেশি পিস্তল, ২০ রাউন্ড কার্তুজ, ২৩১টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছেন তদন্তকারীরা। বর্ষবরণ উৎসবের জমায়েতের মধ্যে অপরাধ ঠেকানার লক্ষ্যেই এই অপারেশন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের দাবি। এই উদ্দেশ্যে বর্ষবরণ উৎসবের প্রাক্কালে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫০৪ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে অন্তত ১১৬ জনের।

New Years Eve Delhi Police Narcotics New Year Party MHA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy