Advertisement
E-Paper

সুন্দরী মহিলা হইতে সাবধান! সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার

গোয়েন্দা কর্তাদের কথায়, সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে সেনাবাহিনীর অনেক গোপন তথ্য ও নথি আদায়ের চেষ্টা চালাচ্ছে চিন ও পাকিস্তানের একাধিক এজেন্সি। ওই সব মহিলারা উর্দু, ইংরাজি এবং নানা ভাষায় পারদর্শী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৭:৩২

প্রথমে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মধুর বার্তা। ধীরে ধীরে বন্ধুত্ব। এক সঙ্গে কফি শপ, শপিং মল বা কোনও ঝাঁ চকচকে রেস্তোরাঁয় সময় কাটানোর হাতছানি। আয়ত চোখ এবং প্রবল শারীরিক আকর্ষণকে উপেক্ষা করতে পারছেন না বহু দুঁদে সেনা অফিসাররাও। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ভারতীয় সেনার অন্দরমহলে পা রাখছে শত্রুপক্ষ। সম্প্রতি এমনই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জারি হয়েছে সতর্কবার্তাও।

আরও পড়ুন: অনন্তনাগে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হিজবুল জঙ্গি

গোয়েন্দা কর্তাদের কথায়, সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে সেনাবাহিনীর অনেক গোপন তথ্য ও নথি আদায়ের চেষ্টা চালাচ্ছে চিন ও পাকিস্তানের একাধিক এজেন্সি। ওই সব মহিলারা উর্দু, ইংরাজি এবং নানা ভাষায় পারদর্শী। ইন্টারনেটের বিভিন্ন পর্ন সাইট বা সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই তাঁরা বন্ধুত্ব পাতাচ্ছেন সেনা অফিসারদের সঙ্গে। মধুর আলাপচারিতায় কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য ওই অফিসারদের প্রলোভন দেখাচ্ছেন মহিলারা। তাঁদের মধ্যে বেশিরভাগই নিজেদের পরিচয় দিয়েছেন একাকী বা বিবাহবিচ্ছিন্না বলে।

আরও পড়ুন: আড়ি পাতার দখল নিয়ে নতুন দ্বন্দ্ব


গোয়েন্দা সূত্রে খবর, এই ভাবেই দিনের পর দিন মধুচক্র চালিয়ে যাচ্ছে ওই এজেন্সিগুলি। তাদের আসল উদ্দেশ্য পরবর্তীকালে অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও সামনে এনে সেনাদের ব্ল্যাকমেল করে গোপন তথ্য জেনে নেওয়া। ইতিমধ্যেই সেই ফাঁদে পা দিয়েছেন সেনার বেশ কয়েক জন অফিসার।

Pakistan Intelligence Chinese intelligence Indian intelligence Indian officers Indian army Smartphone হোয়াটসঅ্যাপ ফেসবুক চিন পাকিস্তান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy