পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে ‘ভারত-পোষিত’ ১৭ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করল পাক সেনাবাহিনী।
‘ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইএসপিআর)-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুসরণ করে গত কাল রাতে অভিযান চালায় পাক বাহিনী। সেখানে তারা ‘ফিতনা আল খোয়ারিজ’-এর উপস্থিতি টের পায়। নিষিদ্ধ গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর সন্ত্রাসবাদীদের বোঝাতে ‘ফিতনা আল খোয়ারিজ’ শব্দবন্ধ ব্যবহার করে পাকিস্তান। আইএসপিআর তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘সেনার একটি দল ‘খোয়ারিজ’-দেরঅবস্থান খুঁজে বার করে। এর পর ১৭ জন ভারতের-পোষা খোয়ারিজকে নরকে পাঠানো হয়েছে।’ নিহত সন্ত্রাসবাদীদের থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, এলাকায় ভারতের পোষা আরও কোনও খোয়ারিজ লুকিয়ে থাকতে পারে। তাদের মারতে সাফাই অভিযান চলবে। ভারতের ছড়ানো সন্ত্রাস রুখতে পাকিস্তান বদ্ধপরিকর বলে দাবি আইএসপিআর-এর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)