দেশের অর্থনীতি ধুঁকছে। তার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কায় গুঁড়িয়ে যাওয়া জঙ্গিঘাঁটিগুলি পুরোদমে নতুন করে তৈরি এবং মেরামত করা শুরু করে দিয়েছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের খবর, এ কাজে হাত লাগিয়েছে পাকিস্তানের সেনা, গুপ্তচর বিভাগ (আইএসআই) এবং একাধিক সরকারি সংস্থা। বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা সরকারি তদারকিতে ওই সব ঘাঁটির পরিকাঠামো পুনর্নির্মাণের দেখভাল করছে। পাশাপাশি, জঙ্গিদের প্রশিক্ষণও পুরোদমে চালু করে দিয়েছে পাকসেনা ও আইএসআই।
পহেলগাম-কাণ্ডের পরে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে থাকা ৯টি জঙ্গিঘাঁটি পুরোদমে ধ্বংস হয়ে যায়। গোয়েন্দা সূত্রের খবর, ভারতীয় সেনার হামলায় পাক জঙ্গিদের ধ্বংস হওয়া লঞ্চপ্যাডগুলি মেরামত করা শুরু হয়েছে। এ কাজে টাকা দিচ্ছে পাকিস্তান সরকারই। লুনি, পুটওয়াল, তাইপু পোস্ট, জামিলা পোস্ট, উমরানওয়ালি চাপরার, ছোটা চক, জাংলোরা-সহ ক্ষতিগ্রস্ত একাধিক শিবির পুনর্গঠনের কাজ জোর কদমে শুরু হয়েছে। পাক সেনা ও আইএসআই-এর নজরদারি ও তত্ত্বাবধানে জঙ্গিদেরপ্রশিক্ষণ শিবির ও পরিকাঠামোও নতুন করে গড়ে তোলা হচ্ছে। ‘অপারেশন সিঁদুর’-এ বহু জঙ্গির মৃত্যু হয়েছিল। এ বারে তাই জঙ্গিদের নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। ভারতের রাডার ও স্যাটেলাইটের নজর এড়াতে নিয়ন্ত্রণরেখা বরাবর ঘন জঙ্গল এলাকায় আধুনিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারতের হামলার পরে জঙ্গিদের প্রশিক্ষণেও নজর দিয়েছে পাক সেনা ও আইএসআই। ছোট ছোট শিবির গড়ে সেখানে অল্প সংখ্যক জঙ্গিকে জড়ো করে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে বলে গোয়েন্দা সূত্রের খবর।
পহেলগাম কাণ্ডের পরে বিশ্বজোড়া নিন্দা এবং ভারতের হানার পরেও পাকিস্তান যে ফের জঙ্গিদের মদত দেবে, তা আগেই বলেছিল দিল্লি। আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান যে এ জন্য আন্তর্জাতিক সাহায্যের টাকা ব্যবহার করবে, তা-ও আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-সহ একাধিক সংস্থাকে জানিয়েছিল ভারত। তার পরেও গত মাসেই পাকিস্তানকে ৭০০ কোটি ডলার ঋণ দিয়েছে আইএমএফ। এডিবি-ও বিপুল পরিমাণ সাহায্য পাঠিয়েছে পাকিস্তানকে। ভারতের অভিযোগ, সেই টাকাই সরাসরি জঙ্গিদের জন্য ব্যয় করছে পাকিস্তান। সূত্রের খবর, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হবে দিল্লি।
ভারত-বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে সাহায্যে ব্যস্ত পাকিস্তানে ফের পাক সেনাকে নিশানা করল তালিবানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিটিপি। শনিবার খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজ়িরিস্তানে পাক সেনার কনভয়ের ভিতরে বিস্ফোরক-বোঝাই একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১৬ জন পাক সেনার। আহত অন্তত ৩০ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। আহতদের মধ্যে স্থানীয় গ্রামবাসীদেরও কয়েক জন রয়েছেন বলে জানা গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে টিটিপি-র একটি শাখার নেতা হাফিজ় গুল বাহাদুর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)