করতারপুর করিডর উদ্বোধনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আমন্ত্রণ জানাল পাকিস্তান।
জম্মু-কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই আগামী ৯ সেপ্টেম্বর পাকিস্তান মহা সমারোহে করতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছে। ওই করিডর পঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক তীর্থক্ষেত্র থেকে পাকিস্তানের করতারপুরের দরবার সাহিব পর্যন্ত বিস্তৃত হবে। এতে উপকৃত হবেন পুণ্যার্থীরা।
এই করিডর নিয়ে সোমবার সে দেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সেখানে তিনি বলেন, ‘‘পাকিস্তানের পক্ষ থেকে করতারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিংহকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। খুব শীঘ্র আনুষ্ঠানিক ভাবেও নিমন্ত্রণপত্র পাঠানো হবে ওঁকে। উনি এক জন সম্মানীয় নেতা। করতারপুরের সঙ্গে ওঁর ধর্মবিশ্বাস জড়িয়ে।’’ ব্যক্তিগত ভাবে ইমরান খান নিজে উদ্বোধনী অনুষ্ঠানের তদারকি করছেন বলেও জানান কুরেশি।