Advertisement
E-Paper

ভারতের পাঁচ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি, তিনটেই রাফাল! সেনাবাহিনীর জন্য ‘গর্বিত’ পাক প্রধানমন্ত্রী

ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ‘কাপুরুষের মতো হামলা’ বলে কটাক্ষ করে পাকিস্তানি সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৮:৫৯
শাহবাজ় শরিফ।

শাহবাজ় শরিফ। —ফাইল ছবি।

পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়েছে ভারতীয় সেনা। ভারতের এই ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ‘কাপুরুষের মতো হামলা’ বলে কটাক্ষ করে পাকিস্তানি সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বুধবার সে দেশের সংসদে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, ভারতের হামলার সঠিক জবাব দিয়েছে পাক সেনা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তার মধ্যে তিনটেই রাফাল বিমান।

মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর থেকেই ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি দিয়ে আসছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ়ের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এর পরেই সংসদে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী দাবি করেন, পাক সেনা ভারতকে যোগ্য জবাব দিয়েছে। তিনি বলেন, ‘‘গত রাতে পাকিস্তানের ছ’টি শহরকে নিশানা করেছিল ভারতের ৮০টি যুদ্ধবিমান। কিন্তু আমরা তৈরিই ছিলাম।’’

শাহবাজ়ের সংযোজন, ‘‘কয়েক দিন আগে রাফাল বিমান নিয়ে খুব লাফাচ্ছিল ভারত। পাকিস্তানি সেনা ওদের যোগাযোগই নষ্ট করে দিয়েছিল। ওদের ফিরে যেতে বাধ্য করেছি আমরা। ভারতের পাঁচটা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি আমরা। তার মধ্যেই দু’টি রাফাল বিমান কাশ্মীরে ভেঙে পড়েছে। আর একটি ভাতিন্দায়।’’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ঘটনায় পাকিস্তানকে কোনও প্রমাণ ছাড়াই দোষারোপ করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন শাহবাজ়। কিন্তু জাফরাবাদে ট্রেন অপহরণের ঘটনায় ভারতের সরাসরি যোগ ছিল। পাকিস্তানের কাছে তার অকাট্য প্রমাণ আছে বলেও দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।

ভারতের হামলার পর পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল এবং তাদের নেতাদের একজোট হয়ে এর মোকাবিলা করারও আহ্বান জানিয়েছেন শাহবাজ়।

Operation Sindoor 2025 Shehbaz Sharif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy