Advertisement
০২ মে ২০২৪
National News

অস্ত্রবিরতি লঙ্ঘন, ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব ইসলামাবাদের

পাক সেনার দাবি, গত ১০ এবং ১২ জুন চিরিকোট এবং হট স্প্রিং সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছিল ভারতীয় সেনা। এই হামলায় তিন পাক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও দাবি তুলেছিল পাকিস্তান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১৯:৫৬
Share: Save:

ভারত-পাক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করল পাকিস্তান। পাক সেনার দাবি, গত ১০ এবং ১২ জুন চিরিকোট এবং হট স্প্রিং সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছিল ভারতীয় সেনা। এই হামলায় তিন পাক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও দাবি তুলেছিল পাকিস্তান।

এ বার সেই ঘটনাকে সামনে এনেই ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংহকে ইসলামাবাদে তলব করা হল। সোমবার দক্ষিণ এশিয়া ও সার্ক-এর দায়িত্বপ্রাপ্ত পাক ডিরেক্টর জেনারেল মহম্মদ ফয়সাল যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা করেন। পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সাধারণ নাগরিকদের হত্যার ঘটনা নিন্দনীয় এবং এটি মানবধিকার লঙ্ঘন করে।

আরও পড়ুন: দুই হিজবুল জঙ্গি গ্রেফতার কাশ্মীরে

গতকালও জন্মু-কাশ্মীরের রামগড় সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে পাকিস্তান। মাঝেমধ্যেই আন্তর্জাতিক নিয়ম অগ্রাহ্য করে চলছে অনুপ্রবেশের চেষ্টাও। সেনা সূত্রে খবর, উপত্যকা এলাকায় লাগাতার অশান্তির পিছনেও রয়েছে পাকিস্তানের মদত। আন্তর্জাতিক মঞ্চেও বার বারই এই ইস্যুতে কোণঠাসা হতে হয়েছে পাকিস্তানকে।

কূটনীতিকদের মতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনায় উল্টে ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করে ভারতের উপর চাপ বাড়াতে চাইছে ইসলামাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE