Advertisement
০১ নভেম্বর ২০২৪
Encounter in Kashmir

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সেনার গুলিতে নিহত দুই পাকিস্তানি জঙ্গি

গত মার্চে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক ভাবে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।

কাশ্মীর উপত্যকায় সেনার তৎপরতা।

কাশ্মীর উপত্যকায় সেনার তৎপরতা। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১১:৪৭
Share: Save:

লোকসভা ভোটপর্বের মধ্যেই আবার সেনা এবং জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটল কাশ্মীর উপত্যকায়। বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা আবার ব্যর্থ করে দিল সেনা। গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির।

সেনার তরফে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে কূপওয়াড়া জেলার তাঙ্গধর সেক্টরে পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশে চেষ্টা করেছিল জঙ্গিরা। সেনার টহলদার বাহিনী বাধা দিলে শুরু হয় গুলির লড়াই। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরে নিয়ন্ত্রণরেখায় দুই জঙ্গির দেহ পড়ে থাকতে দেখা যায়।

গত মার্চে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক ভাবে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে জঙ্গিরা। গত মাসে বারামুলা সেক্টরের নিয়ন্ত্ররেখাতেও অনুপ্রবেশের মরিয়া চেষ্টা করে সেনার গুলিতে মারা পড়েছিল এক পাক জঙ্গি। গত ৮ মে কুলগামে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় লস্কর-ই-তইবার এক কমান্ডার-সহ তিন জঙ্গি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE