Advertisement
E-Paper

৭৬ হাজার নিয়োগের ঘোষণা আধাসেনায়

বিরোধীদের চাকরি সংক্রান্ত অভিযোগের জবাব দিতে রেল সংক্রান্ত বাজেট নথিতে ১ লক্ষ ৩০ হাজার নতুন কর্মী নিয়োগের কথা জানান মোদী সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১১

সরকারের সমীক্ষা বলছে, নোটবন্দির পরে দেশে বেকারত্বের হার সাড়ে চার দশকে সর্বোচ্চ হয়েছে। চাকরি কোথায়— বিরোধীদের এই প্রশ্নের সামনে নড়বড়ে দেখাচ্ছে মোদী সরকারকে। বিরোধীদের জবাব দিতে রেলের পরে এ বার আধা সামরিক বাহিনীতে প্রায় ৭৬ হাজার জওয়ান নিয়োগের ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বিরোধীদের চাকরি সংক্রান্ত অভিযোগের জবাব দিতে রেল সংক্রান্ত বাজেট নথিতে ১ লক্ষ ৩০ হাজার নতুন কর্মী নিয়োগের কথা জানান মোদী সরকার। আজ ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের পালা। মন্ত্রক জানায়, আধা সামরিক বাহিনীগুলিতে প্রায় ৭৬ হাজার ৫০০ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কনস্টেবলের পদ প্রায় ৫৫ হাজার। আধাসেনার মধ্যে সিআরপিতে নেওয়া হবে ২১ হাজার ৫৬৬ জনকে। এ ছাড়া বিএসএফে ৮৫৪৬ জন, আইটিবিপিতে ৪১২৬ জন ও অসম রাইফেলসে ৩০৭৬ জনকে নিয়োগ করা হবে। ভোটের মুখে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত ও ঘোষণা হলেও, স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নিয়োগের প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি। অর্থাৎ পরীক্ষায় সফল প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন নতুন সরকারের আমলে।

Paramilitary Force Employment Indian Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy