কংগ্রেস তথা বিরোধীদের হট্টগোলের জেরে বাদল অধিবেশনের গোটাটাই এ বার জলে ধুয়ে গেছে। তা নিয়ে মূলত গাঁধী পরিবারকে নিশানা করে গতকাল ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রাও করেছেন এনডিএ-র মন্ত্রী-সাংসদরা! আর তার পর পরই আজ স্বাধীনতা দিবসের প্রাক্ সন্ধ্যায় সংসদের অচলাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সংসদের অচলাবস্থা নিয়ে বরাবরই স্পর্শকাতর প্রণববাবু। আজ জাতির উদ্দেশে বক্তৃতায় তিনি বলেন, ‘‘তর্কের পরিবর্তে সংসদ এখন লড়াইয়ের আখড়ায় পরিণত হয়েছে। ফলে সংবিধানের প্রণেতা বাবাসাহেব অম্বেডকরের কথা স্মরণ করার সময় আসন্ন।’’ সংবিধান সভায় অম্বেডকরের বক্তৃতার একটি উদ্ধৃতি তুলে রাষ্ট্রপতি বলেন, ‘‘যদি গণতন্ত্রের প্রতিষ্ঠান চাপের মধ্যে থাকে, তা হলে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলিকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। শুধরোনোর রাস্তা এর মধ্যে থেকেই বেরোবে।’’
রাষ্ট্রপতির এই মন্তব্য নিয়েই আজ রাজনীতির অলিন্দে হইচই পড়ে যায়। বিশেষ করে উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও ব্যক্তিগত আলোচনায় তাঁরা জানান, রাষ্ট্রপতি এ কথা বলে কংগ্রেস তথা বিরোধীদেরই বার্তা দিলেন। এমনিতেই সংসদ অচল করার বিষয়টিকে সামনে রেখে কংগ্রেসের গায়ে সংস্কার-বিরোধী ছাপ দেওয়ার জন্য দেশজুড়ে দলকে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতারা মনে করছেন, রাষ্ট্রপতির এই মন্তব্য তাঁদের সেই প্রচার আরও শক্তিশালী করতে সাহায্য করবে।