Advertisement
E-Paper

নগ্ন মেয়েদের নিয়ে পার্টি, নাসিকে গ্রেফতার সরকারি ‘কেষ্টুবিষ্টু’দের ছেলেরা

এ যেন কেচো খুঁড়তে বেরিয়ে পড়ল এক গাদা কেউটে! গভীর রাতে পাশের বাড়িতে তারস্বরে গানের আওয়াজ, হইহল্লায় ঘুম ভেঙে গিয়েছিল অনেকের। বিরক্ত হয়ে পুলিশ ডেকেছিলেন পড়শিরা। কিন্তু, পুলিশ আসতেই সামনে চলে আসে এক অন্য ছবি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৯:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এ যেন কেচো খুঁড়তে বেরিয়ে পড়ল এক গাদা কেউটে!

গভীর রাতে পাশের বাড়িতে তারস্বরে গানের আওয়াজ, হইহল্লায় ঘুম ভেঙে গিয়েছিল অনেকের। বিরক্ত হয়ে পুলিশ ডেকেছিলেন পড়শিরা। কিন্তু, পুলিশ আসতেই সামনে চলে আসে এক অন্য ছবি। নাসিকের ওই অভিজাত এলাকার বাংলোতে কলগার্লদের সঙ্গে নিয়ে নগ্ন পার্টিতে মজেছিলেন যুবকেরা। পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যেতেই বেরিয়ে পড়ে তাঁদের আসল পরিচয়। আটকদের অনেকেই মহারাষ্ট্রের শীর্ষ পুলিশ-আমলাদের ছেলে।

আরও পড়ুন

যান্ত্রিক বিভ্রাটে লিফটে আটক মদন মিত্র, এক ঘণ্টা পর উদ্ধার

পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, নাসিকের ইগতপুরী এলাকায় ওই বাংলোতে পৌঁছে তাঁরা দেখেন, ভিতরে ছড়িয়ে রয়েছে একাধিক মদের বোতল। প্রায় নগ্ন হয়ে ছুটে বেড়াচ্ছেন যুবতীরা। পুলিশ ঢুকতে দেখে তাঁরা পোশাক পড়তে দৌড়ে ঢুকে যান ঘরে। সেখানে উপস্থিত ১৩ জনকে আটক করে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়। পার্টিতে মাদক ব্যবহার করা হয়েছিল কি না তা নিশ্চিত করতে আটকদের রক্ত পরীক্ষাও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গত রবিবার গভীর রাতে ওই পার্টিতে হাজির কলগার্লদের অনলাইনে ‘বুকিং’ করেন রাজ্যেরই এক শীর্ষ কর্তার ছেলে। অভিযোগ, এর পরেই আটকদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে একের পর এক ফোন আসতে থাকে।

আপাতত জামিন পেয়ে গিয়েছেন ওই যুবকেরা।

Striptease Party Nashik Top Officials Maharashtra Party
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy