শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে পরীক্ষা ও পাশ-ফেল ব্যবস্থা ফের চালু করার কথা উঠেছিল আগেই। আজ রাজ্যসভায় প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা বললেন, ‘‘আঠাশটি রাজ্যের মধ্যে তেইশটি পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে রায় দিয়েছে। তাই এই প্রথা ফিরিয়ে আনা হচ্ছে।’’ মন্ত্রক জানিয়েছে, প্রথম পরীক্ষা নেওয়া হবে পঞ্চম শ্রেণিতে। তবে ওই পরীক্ষা স্কুলগুলি নিজেরা নেবে নাকি সংশ্লিষ্ট রাজ্যের পঞ্চম শ্রেণির সব পড়ুয়ার জন্য একই পরীক্ষার ব্যবস্থা করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির হাতেই ছেড়ে দিয়েছে মন্ত্রক।