Advertisement
E-Paper

হোয়াটস্অ্যাপকে টক্কর দিতে এ বার রামদেবের মেসেজিং অ্যাপ ‘কিম্ভো’

গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করা যাবে ‘কিম্ভো’। অ্যাপটির ট্যাগলাইন ‘অব ভারত বোলেগা’। তিজারাওয়ালার দাবি, গতকাল অ্যাপটি লঞ্চ করার সঙ্গে সঙ্গেই তুমুল উৎসাহ দেখা গিয়েছে গ্রাহকদের মধ্যে। ইতিমধ্যেই হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়ে গিয়েছে অ্যাপটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ১১:২৩
এ বার মেসেজিং অ্যাপ রামদেবের।

এ বার মেসেজিং অ্যাপ রামদেবের।

‘দেশি’ সিম কার্ডের পর এ বার ‘দেশি’ মেসেজিং অ্যাপ।

ফের নয়া চমক নিয়ে এল যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। বিএসএনএল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে পতঞ্জলি ‘স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড’ লঞ্চ করেছিল গত ২৭ মে। এ বার নতুন মেসেজিং অ্যাপও লঞ্চ করল রামদেবের সংস্থা। গতকাল, বুধবার আনুষ্ঠানিক ভাবে অ্যাপটি উদ্বোধন করা হয়েছে ভারতের বাজারে।

নতুন অ্যাপটির নাম ‘কিম্ভো’। বিশ্বে সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস্অ্যাপকে টক্কর দিতেই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন রামদেব। সংস্থার মুখপাত্র এসকে তিজারাওয়ালা জানিয়েছেন, নতুন অ্যাপটি সমানে সমানে টক্কর দিতে পারে হোয়াটস্অ্যাপকে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘এটা সম্পূর্ণ দেশি মেসেজিং প্ল্যাটফর্ম। এ বার ভারত কথা বলবে!’’

আরও পড়ুন: ১৪৪ টাকাতেই মিলবে সব! রামদেবের পতঞ্জলি সিম নিয়ে উত্তাল মোবাইল দুনিয়া

গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করা যাবে ‘কিম্ভো’। অ্যাপটির ট্যাগলাইন ‘অব ভারত বোলেগা’। তিজারাওয়ালার দাবি, গতকাল অ্যাপটি লঞ্চ করার সঙ্গে সঙ্গেই তুমুল উৎসাহ দেখা গিয়েছে গ্রাহকদের মধ্যে। ইতিমধ্যেই হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়ে গিয়েছে অ্যাপটি।

কী কী রয়েছে ‘কিম্ভো’তে?

হোয়াটস্অ্যাপের মতো এই অ্যাপেও রয়েছে ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটিং-এর সুবিধা। তা ছাড়া সুবিধা মিলবে বিনামূল্যে ফোন ও ভিডিও কলিংয়ের। হোয়াটস্অ্যাপকে মাত দিতে এই অ্যাপে রয়েছে ডজন খানেক নতুন ফিচার। গ্রাহকেরা টেক্সট, অডিও, ভিডিও, স্টিকার, জিফ, লোকেশন ও ডুডলের সুবিধা তো পাবেনই, তবে এই ফিচারগুলোতেও নতুনত্ব থাকছে বলে জানিয়েছে পতঞ্জলি। তা ছাড়া থাকছে ‘ঘোস্ট চ্যাটিং’ ও মেসেজ অটো ডিলিটের অপশন।

Patanjali Kimbho Baba Ramdev Whatsapp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy