গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে। কারেন্ট তো নেই, এমনকি হাসপাতালের জেনারেটরও অকেজো! চিকিৎসা করতে চিকিৎসকদের ভরসা মোমবাতির আলো, নয়তো টর্চ লাইট! প্রায় ৪৫ মিনিট এ ভাবে চিকিৎসা চলল উত্তরপ্রদেশের বালিয়ার সরকারি হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। তবে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। হাসপাতালের সুপার এসকে যাদব পিটিআইকে জানিয়েছেন, জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সারাইয়ের চেষ্টা হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। সুপারের কথায়, ‘‘ওই পরিস্থিতিতে বাধ্য হয়েই টর্চ লাইট জ্বেলে চিকিৎসা করেন চিকিৎসকেরা। হয়তো সেই সময় কেউ ভিডিয়ো করেছিলেন।’’
আরও পড়ুন:
ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। হাসপাতালের জরুরি বিভাগে কেন বিকল্প ব্যবস্থা থাকবে না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের জন্য ‘ইনভার্টারের’ ব্যবস্থা করেন।