Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rail Accident

কানপুরে ট্রেন উল্টে হত শতাধিক, লাইনে ফাটল ছিল বলে সন্দেহ

কানপুরের পুখরাইয়ার কাছে পটনা-ইনদওর এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়ে মৃতের সংখ্যা ১১৫ ছাড়িয়েছে, আহত ২০০ জনের বেশি। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চলছে উদ্ধারকাজ।

চলছে উদ্ধারকাজ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৭:৫২
Share: Save:

কানপুরের পুখরাইয়ার কাছে পটনা-ইনদওর এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়ে মৃতের সংখ্যা ১১৫ ছাড়িয়েছে। আহত ২০০ জনের বেশি। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রশাসন আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী। বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে।

ট্রেনটি ইনদওর থেকে পটনা যাচ্ছিল। রবিবার ভোর সওয়া ৩টে নাগাদ মালাসার ও পুখরাইয়া স্টেশনের মাঝে ট্রেনটি লাইনচ্যুত হয়। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের পদস্থ কর্তারাও।

উত্তর-মধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার জানান, একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য যাত্রীদের যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য বাসের ব্যবস্থা করা হযেছে। তিনি আরও জানান, ট্রেনের এস-২ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিজয়বাবু।

তিনি আরও বলেছেন, দুর্ঘটনায় এস ২ কোচটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল আধিকারিক ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারের কাজ শুরু করেছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজন। ট্রেনের চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরাও লাইনচ্যুত হয়েছে।

টুইটারে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুর্ঘটনার কারণ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে প্রাথমিক অনুমান, লাইন ভেঙে থাকার কারণে এই ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি টুইটারে জানান, দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণের কাজ চলছে। সব ধরনের চিকিত্সা সংক্রান্ত ও অন্যান্য সহায়তা পাঠানো হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। পাশাপাশি রেল মন্ত্রকও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। নিহতদের পরিবার পিছু সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, উত্তর প্রদেশ সরকারের তরফে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করেছে। গুরুতর আহতরা পাবেন ৫০ হাজার টাকা। আর আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

হেল্পলাইন নম্বর: ইনদওর-০৭৪১১০৭২

উজ্জয়িনী: ০৭৩৪২৫৬০৯০৬

রেল: ০২৫৮৩২৮৮।

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে যাওয়া কামরা কেটে বার করলাম ৫০ জনকে

দশ দিন পর বিয়ে, হন্যে হয়ে বাবাকে খুঁজছেন রুবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Accident Patna-Indore Express Derail Kanpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE