Advertisement
২৬ এপ্রিল ২০২৪
kashmir

75th Independence Day: স্বাধীনতা দিবসে কাশ্মীরে অধীর

স্বাধীনতা দিবসে কাশ্মীরে সেনা জওয়ান দের সঙ্গে অধীর চৌধুরী।

স্বাধীনতা দিবসে কাশ্মীরে সেনা জওয়ান দের সঙ্গে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:০১
Share: Save:

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশ জুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। স্বাধীনতা দিবসের আগের দিন রাজ্যে রাজ্যে ছিল ‘স্বতন্ত্র সেনানী স্মরণ’ অনুষ্ঠান। কংগ্রেস নেতা-কর্মীরা এ রাজ্যেও ওই কর্মসূচি পালন করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ বার স্বাধীনতা দিবস উদযাপন করলেন কাশ্মীরে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে। সেনা ছাউনিতেই রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে ছিলেন তিনি। পরে কারগিল ‘ওয়ার মেমোরিয়াল’-এ গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন অধীরবাবু। তাঁদের কোনও সমস্যা থাকলে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। সংসদীয় একটি প্রতিনিধিদলের সঙ্গে কাশ্মীরে গিয়েছেন লোকসভায় বিরোধী দলের নেতা। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্যেরও আজ, সোমবার লে রওনা হওয়ার কথা। স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সফরে লে হয়ে কাশ্মীরে যাওয়ার কথা প্রদীপবাবুদের। অন্য দিকে, ‘গণমুক্তি সংকল্প সপ্তাহের’ শেষ দিন হিসেবে রাজ্যের নানা জায়গায় এ দিন এসইউসি-র কর্মসূচি ছিল। এসইউসি নেতৃত্বের অভিযোগ, দেশভাগের পক্ষে যে হিন্দু মহাসভা সওয়াল করেছিল, তাদেরই উত্তরসূরী প্রধানমন্ত্রীর দেশভাগের ‘বিভীষিকা স্মরণ দিবস’ পালনের ডাক দেওয়া ‘মিথ্যাচার’ ছাড়া কিছু নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE