প্রবল বৃষ্টির জেরে বিপাকে দিল্লিবাসী। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুধুমাত্র অগস্ট মাসে এখনও পর্যন্ত ৩৯৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। গত ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা। ব্যাহত হয়েছে যান চলাচল, মেট্রো এবং বিমান পরিষেবাও।
গত কয়েক দিনের অতি বৃষ্টির জেরে শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ২৩৫টি উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়। ৪৩টি উড়ানের অবতরণের সময়ও পিছিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। রাস্তাঘাটেও সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দিল্লি পুলিশ জানিয়েছে, ডিএনডি ফ্লাইওয়ে, মথুরা রোড, বিকাশ মার্গ, গীতা কলোনি-সহ বহু রাস্তায় অতিরিক্ত জল জমে যাওয়ার কারণে যানজট তৈরি হয় রাস্তায়। মেট্রো পরিষেবাও ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়। ট্রেন আসতে দেরি হওয়ায় স্বাভাবিক ভাবেই বেড়ে যায় যাত্রী সংখ্যা। ফলে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ইতিমধ্যে রাজধানীতে সকালের বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাওয়ায় দিল্লির বিজেপি সরকারকে দোষারোপ করেছে বিরোধী দল আম আদমি পার্টি (আপ)। আপ নেতা সৌরভ ভরদ্বাজের অভিযোগ, নর্দমা পরিষ্কারের ক্ষেত্রে দুর্নীতি করেছে রেখা গুপ্তের সরকার। তাই সকালের সামান্য বৃষ্টিতেই নর্দমা বুজে গিয়ে, রাস্তা ভেসে যাচ্ছে। তাঁর কথায়, দিল্লির বাসিন্দারা বুঝতে পারছেন বিজেপি সরকার প্রত্যেক ক্ষেত্রে দিল্লিকে পিছনে ঠেলে দিচ্ছে। নর্দমা পরিষ্কারের খতিয়ানের নতুন অডিট দাবি করেছেন তিনি।
আগামী কয়েক দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ জুড়ে। নয়ডা এবং গাজ়িয়াবাদে রেড অ্যালার্ড জারি করা হয়েছে। মধ্য, দক্ষিণ এবং দক্ষিণপূর্ব দিল্লিতে ইয়োলো এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)