Advertisement
১৬ মে ২০২৪

শিনা বরা হত্যা মামলা: পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই

শিনা বরা হত্যা মামলায় নাটকীয় মোড়। ইন্দ্রাণীর স্বামী তথা মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। শিনা হত্যা মামলায় আজই মুম্বইয়ের আদলতে চার্জশিট পেশ করেছে সিবিআই। অভিযুক্ত হিসেবে সেখানে ইন্দ্রাণী ছাড়াও আরও দু’জনের নাম রয়েছে।

ইন্দ্রাণী, পিটার ও শিনা। ছবি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে।

ইন্দ্রাণী, পিটার ও শিনা। ছবি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ২০:৩৪
Share: Save:

শিনা বরা হত্যা মামলায় নাটকীয় মোড়। ইন্দ্রাণীর স্বামী তথা মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

শিনা হত্যা মামলায় আজই মুম্বইয়ের আদলতে চার্জশিট পেশ করেছে সিবিআই। অভিযুক্ত হিসেবে ইন্দ্রাণী ছাড়াও নাম রয়েছে তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং চালক শ্যাম রাই-এর। ১০০০ পাতার দীর্ঘ চার্জশিটে রয়েছে ১৫০ জন সাক্ষীর বয়ান, ২০০ নথিপত্র এবং ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা সাতটি স্টেটমেন্ট।

পিটার মুখোপাধ্যায়কে এর আগে জেরা করেছিল মুম্বই পুলিশ। তবে মামলার তদন্তের ভার সিবিআই-এর হাতে যাওয়ার পর থেকে পিটারের নাম আর সেভাবে আলোচিত হয়নি। এমন কী সরাসরি অভিযুক্ত হিসেবেও পিটারের নাম উঠে আসেনি এর আগে। এ দিন সন্ধ্যায় আচমকা পিটারের গ্রেফতারি নিঃসন্দেহে নতুন মোড় এনে দিল শিনা বরা হত্যাকাণ্ডের তদন্তে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shina Bora Murder case Arrested Peter Mukherjea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE