দুই পরিবারে ঝগড়া চলছিল। আর চিৎকার চেঁচামেচি শুনে কাছেই চেন দিয়ে বাঁধা পিটবুল গর্জন করছিল তারস্বরে। আচমকাই কুকুরটির মালিক চেন খুলে দেন। হিংস্র পিটবুল বিদ্যুৎ বেগে ছুটে আসে বাইরে। সামনেই ছিল একটি শিশু। পিটবুল ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। রক্তাক্ত হয় শিশুটি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার বাদলপুর গ্রামে। ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পলাতক এক জন।