চুক্তি হয়ে গিয়েছিল এক বছর আগেই। এ বার তা কার্যকর হওয়ার পালা! আগামী ১ অক্টোবর থেকে ইউরোপীয় চার দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি কার্যকর করছে ভারত। শনিবার এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্বে পৌঁছে গিয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত হয়ে ওঠেনি। এরই মধ্যে ইউরোপের চতুর্দেশীয় জোট ‘ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন’ (ইএফটিএ)-এর সঙ্গে বাণিজ্যিক সমঝোতা চালু হওয়ার দিন ক্ষণ ঘোষণা করল নয়াদিল্লি। এই আন্তর্জাতিক জোটের সদস্যরাষ্ট্রগুলির মধ্যে রয়েছে সুইৎজ়ারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন। যদিও এর মধ্যে ভারতের প্রধান বাণিজ্যিক সঙ্গী সুইৎজ়ারল্যান্ডই। বাকি তিন দেশের সঙ্গে খুব বেশি ব্যবসা হয় না ভারতের।
গত বছরের মার্চে ইউরোপের এই চতুর্দেশীয় জোটের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের। চুক্তির আওতায় আগামী ১৫ বছর ধরে ভারতে ১০ হাজার কোটি ডলারের বিনিয়োগ করবে তারা। চুক্তি কার্যকর হওয়ার পরে প্রথম দশ বছরে এই ইউরোপীয় জোট ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ভারতে। পরবর্তী পাঁচ বছরে আরও ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে তাদের। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, এর মাধ্যমে ভারতে প্রায় ১০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
পরিবর্তে ভারতীয় বাজারে স্বল্প শুল্কে বা বিনা শুল্কে সুইৎ়জ় ঘড়ি, চকোলেট এবং হিরের ব্যবসা করতে পারবে ইউরোপের এই জোট। এই চুক্তি কার্যকর হলে সুইৎজ়ারল্যান্ডে তৈরি হাতঘড়ি, দেওয়াল ঘড়ি, চকোলেট, বিস্কুট ভারতে আমদানি করতে কম শুল্ক দিতে হবে। সে ক্ষেত্রে ভারতীয় বাজারে এই পণ্যগুলির দাম আগামী দশ বছরের জন্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
এক দিকে যখন ইউরোপের চতুর্দেশীয় জোটের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা কার্যকর করার দিকে এগোচ্ছে ভারত, তখন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি এখনও অস্পষ্টই রয়ে যাচ্ছে। নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি নিয়ে পঞ্চম দফার আলোচনা হয়ে গিয়েছে দুই দেশের। গত ১৪-১৭ জুলাই ওয়াশিংটনে আমেরিকার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিনিধিরা। প্রশাসনিক সূত্রে খবর, ভারত চাইছে নয়াদিল্লির স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতা চূড়ান্ত করতে। সে ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আমেরিকার সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে।
আমেরিকা এবং ভারত দু’দিক থেকেই বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক আভাস মিলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ-ও জানিয়েছেন, নয়াদিল্লির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে আমেরিকা। তবে আলোচনা কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে কোনও দেশই নির্দিষ্ট ভাবে কোনও মন্তব্য করেনি। তবে আমেরিকা ছাড়াও অন্য দেশগুলির সঙ্গে সমান্তরাল ভাবে বাণিজ্যিক আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। ভারতীয় বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব তথা ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে ভারতীয় প্রতিনিধিদলের প্রধান রাজেশ আগরওয়াল সম্প্রতি জানান, এখনও পর্যন্ত ২৬টি দেশের সঙ্গে ১৪টিরও বেশি মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) সেরে নিয়েছে ভারত। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে চিলি এবং পেরু-সহ দক্ষিণ আমেরিকার কিছু দেশও। তিনি বলেন, “আমরা ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে (বাণিজ্যচুক্তি) করে নিয়েছি। নিউ জ়িল্যান্ডের সঙ্গেও আমাদের আলোচনা চলছে। গোটা বিশ্বে প্রধান বাণিজ্যিক সঙ্গীদের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি।”