এক মহিলা চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ‘‘ওরা মেরে ফেলবে। আমার স্বামীকে বাঁচান।’’ তার ঠিক আগের মুহূর্তেই পহেলগাঁওে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা দিশাহারা হয়ে ছুটছিলেন আর সাহায্য চাইছিলেন তাঁর স্বামীকে যেন উদ্ধার করা হয়। না হলে জঙ্গিরা মেরে ফেলবে। তবে ওই মহিলা পর্যটকদের কেউ কি না তা জানা যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই মহিলা স্বামীর সঙ্গে ভেলপুরী খাচ্ছিলেন। সেই সময় কয়েক জন বন্দুকবাজ আসে এবং তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি চালায়। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনিও এই হামলার মাঝে পড়েছিলেন। কিন্তু বরাতজোরে বেঁচে গিয়েছেন। প্রত্যদর্শীদের দাবি, বেশ কয়েক জনের গুলি লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সেই ঘটনায় বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে তিন জন রাজস্থানের বাসিন্দা রয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। আহত পর্যটকদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা এবং পুলিশের যৌথবাহিনী।
সূত্রের খবর, পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে রয়েছেন। সেখান থেকেই শাহকে ফোন করে পহেলগাঁও সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছেন শাহ।