হার্টে ফুটো ছিল মেয়েটার। ডাক্তার বলেছিলেন, অস্ত্রোপচারের খরচ তিন লাখ। নুন আনতে পান্তা ফুরোয় যে পরিবারে সেখানে ছয় বছরের মেয়ের চিকিৎসা কী ভাবে চালাবেন, ভেবে পাচ্ছিলেন না বাবা-কাকা। পুণের বৈশালী যাদব কিন্তু একটুও দমেনি। অসুস্থতা ও আর্থিক দুরবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ফেলে সে। পাঁচ দিনেই বাড়িতে হাজির সরকারি আধিকারিকরা। প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জেনে বিনা খরচে অস্ত্রোপচারে এগিয়ে আসে একটি বেসরকারি হাসপাতাল। বৈশালী এখন অনেকটাই সুস্থ।