প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দু’জনে দুই রাজ্যে পৃথক ভাবে, তবে একই তীব্রতায় কংগ্রেসকে আক্রমণ করলেন। ভোটমুখী ছত্তীসগঢ়ে জনজাতি ভাবাবেগের কথা মাথায় রেখে মোদী তুলেন আনলেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্তে কংগ্রেসের বিরোধিতার প্রসঙ্গ। হরিয়ানায় অমিত দাবি করলেন, কংগ্রেস মানে তিনটি ‘সি’— কাট (কাটমানি), কমিশন আর করাপশন (দুর্নীতি)।
ছত্তীসগঢ়ের কানকেরে এ দিন বিজয় সংকল্প সমাবেশে মোদী বলেন, ‘‘ইতিহাসে প্রথম বার বিজেপি জনজাতি-কন্যা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেয়। কংগ্রেস তারও বিরোধিতা করে। কংগ্রেসের বিরোধিতা বিজেপির প্রতি নয়, জনজাতি কন্যাদের প্রতি।’’
কংগ্রেসের সঙ্গে দুর্নীতিকে সমার্থক বলে দাবি হরিয়ানায় অন্ত্যোদয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাট-কমিশন-করাপশন’-কণ্টকিত দল হিসেবে কংগ্রেসকে এবং ঘ‘মন্ডিয়া’ (উদ্ধত) জোট হিসেবে ‘ইন্ডিয়া’কে নিশানা করেন শাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)