পহেলগামে জঙ্গি হামলার পরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি গিয়ে দেখা করেছিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। এ বার লাল কেল্লা চত্বরে বিস্ফোরণের পরে আগামী ২৫ নভেম্বর ফের অযোধ্যায় সাক্ষাৎ হতে চলেছে মোদী ও ভাগবতের।
অযোধ্যা মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ। সংলগ্ন এলাকার কাজ বাকি থাকলেও, মূল মন্দিরের কাজ যে হেতু কার্যত শেষ, তাই আগামী ২৫ নভেম্বর ওই মন্দিরের ধ্বজারোহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। সে দিনের ওই অনুষ্ঠানে হিন্দু সমাজের একাধিক ধর্মগুরুর সঙ্গে উপস্থিত থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তাৎপর্যপূর্ণ হল, এপ্রিল মাসে পহেলগাম হামলার সাত দিনের মাথায় প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে দেখা করেছিলেন ভাগবত। তার পরেই অপারেশন সিঁদুরের সাক্ষীথেকেছে দেশ।
এ বারে লাল কেল্লা চত্বরে বিস্ফোরণের দু’সপ্তাহের মাথায় অযোধ্যায় ফের দেখা হচ্ছে মোদী-ভাগবতের। দু’জনের ওই সাক্ষাৎ নতুন করে ভারত-পাকিস্তানের সম্পর্ককে প্রভাবিত করে কি না, তাই এখন দেখার। মোদী-ভাগবত ছাড়াও ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া ও বিনোদন জগতের প্রতিনিধিরা। বেলা ১২টা থেকে সাড়ে বারোটার মধ্যে শুভ মুহূর্তে মন্দিরের ধ্বজা তুলবেন মোদী। নিরাপত্তার কথা মাথায় রেখে মোদীর সফরের এক দিন আগে থেকে রামমন্দিরে আমজনতার প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেদিল্লি পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)