E-Paper

চোল-প্রশস্তিতে তামিল মন জয়ের চেষ্টায় মোদী

প্রায় ১ হাজার বছর আগে গাঙ্গেয় সমভূমিতে অভিযানের পরে গঙ্গাইকোন্ডা চোলাপুরম, বৃহদেশ্বর মন্দির ও চোলা গঙ্গম নির্মাণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। আজ সেই রাজার স্মরণে মুদ্রা প্রকাশ করলেন মোদী। সেই সঙ্গে তুলে ধরলেন চোল রাজত্বের গৌরবের ইতিহাস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৯:১৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আজ ছিল উৎসবের মেজাজ। প্রাচীন চোলরাজ্যের রাজধানীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রায় ১ হাজার বছর আগে গাঙ্গেয় সমভূমিতে অভিযানের পরে গঙ্গাইকোন্ডা চোলাপুরম, বৃহদেশ্বর মন্দির ও চোলা গঙ্গম (পনেরী) নির্মাণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। আজ সেই রাজার স্মরণে মুদ্রা প্রকাশ করলেন মোদী। সেই সঙ্গে তুলে ধরলেন চোল রাজত্বের গৌরবের ইতিহাস।

রাজেন্দ্র চোলের কথায়, ‘‘ইতিহাসবিদেরা মনে করেন চোল সাম্রাজ্য ভারতের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায়। চোল সাম্রাজ্য গণতন্ত্রের মাতৃভূমি হিসেবে ভারতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছে। ইতিহাসবিদেরা গণতন্ত্রের ইতিহাসের প্রসঙ্গে ব্রিটেনের ম্যাগনা কার্টার উল্লেখ করেন। কিন্তু অনেক শতাব্দী আগে চোল সাম্রাজ্যে নির্বাচন হয়েছিল। অনেক রাজাই যুদ্ধজয়ের পরে সোনা, রূপো বা প্রাণিসম্পদ নিয়ে আসতেন। কিন্তু রাজেন্দ্র চোল নিয়ে এসেছিলেন গঙ্গাজল।’’

ইতিহাস বলছে, দক্ষিণ ভারতে দশম ও দ্বাদশ শতাব্দীর মধ্যে ‘কুড়াভোলাই’ প্রথার মাধ্যমে নির্বাচন হত। ইতিহাসবিদদের মতে, তা ছিল পৃথিবীর প্রাচীনতম নির্বাচনগুলির একটি। অন্য দিকে শৈব মতবাদের প্রাসঙ্গিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘আজ যখন গোটা বিশ্ব অস্থিরতা, হিংসা ও পরিবেশের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখন শৈব মতবাদের নীতি আমাদের পথ দেখায়। শিবের অর্থ প্রেম। যদি বিশ্ব এই ধারণাকে গ্রহণ করে তবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভারত এই ধারণাকে এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ ধারণার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

মোদীর সফর উপলক্ষে গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আনা হয়েছিল গঙ্গাজল। মোদী বলেন, ‘‘আমি কাশীর জনপ্রতিনিধি। তাই গঙ্গার সঙ্গে আমার ব্যক্তিগত যোগ আছে। চোল রাজাদের এই কাজকর্ম ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর মহাযজ্ঞে নতুুন উদ্দীপনা জোগায়।’’ তাঁর কথায়, ‘‘চোল রাজারা শ্রীলঙ্কা, মলদ্বীপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ঘটনাচক্রে আমি গত কালই মলদ্বীপ থেকে ফিরেছি। আর আজই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম।’’

আগামী বছর তামিলনাড়ুতে নির্বাচন। ফলে চোল-প্রশস্তির মাধ্যমে যে মোদী ভোটের ময়দানে নামতে চাইছেন তাতে সন্দেহ নেই সংশ্লিষ্ট কোনও শিবিরেরই।

তামিলনাড়ুর পরিকাঠামো খাতে বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তুতিকোরিন বিমানবন্দরে আধুনিক টার্মিনাল এবং মাদুরাই-বোডিনায়াক্কানুর লাইনে বৈদ্যুতিকরণ ও নাগেরকয়েল-কন্যাকুমারী শাখায় দু’টি লাইনের মতো কাজের জন্য এই বরাদ্দকরা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PM Narendra Modi BJP Tamil Nadu Chola Dynasty

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy