Advertisement
E-Paper

আডবাণীর বাড়ি গিয়ে শুভেচ্ছা মোদীর

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রবিশঙ্কর প্রসাদ, অনন্ত কুমার, জয়ন্ত সিন্‌হারা এসে তাঁর সঙ্গে দেখা করে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০২:৫৪
উদ্‌যাপন: নিজের ৯০তম জন্মদিনে এক দৃষ্টিহীন পড়ুয়াকে খাইয়ে দিচ্ছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। বুধবার দিল্লিতে। ছবি: পিটিআই।

উদ্‌যাপন: নিজের ৯০তম জন্মদিনে এক দৃষ্টিহীন পড়ুয়াকে খাইয়ে দিচ্ছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। বুধবার দিল্লিতে। ছবি: পিটিআই।

গোটা শাসক শিবির যখন নোট বাতিলের বর্ষপূর্তি উদ্‌যাপনে ব্যস্ত, তখন নব্বইতম জন্মদিনটি ঘরেই কাটালেন লালকৃষ্ণ আডবাণী। সময় কাটালেন প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের সঙ্গে। তাঁদের সঙ্গে বসে প্রাতরাশ করলেন, নিজে হাতে খাইয়েও দিলেন তাদের।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রবিশঙ্কর প্রসাদ, অনন্ত কুমার, জয়ন্ত সিন্‌হারা এসে তাঁর সঙ্গে দেখা করে যান। এসেছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিরোধী নেতাদের মধ্যে হাজির ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

সকালেই টুইটে আডবাণীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কিন্তু নোট বাতিলের বর্ষপূর্তির দিন তিনি আডবাণীর বাড়ি গিয়ে দেখা করার সময় বের করতে পারেন কিনা তা নিয়ে জল্পনা ছিল দিনভর। এরই মধ্যে আডবাণী ও মোদীর সম্পর্ক নিয়ে টুইট করে কটাক্ষ ছোড়েন লালুপ্রসাদ যাদব। ক্ষমতায় আসার পর মোদী তাঁর এক সময়কার রাজনৈতিক গুরু আডবাণীকে মার্গদর্শকমন্ডলীতে ঠেলে দিয়ে দলে কার্যত গুরুত্বহীন করে দিয়েছেন। এমনকী গাঁধীনগরের সাংসদকে সে রাজ্যের আসন্ন ভোটে তারকা প্রচারকের তালিকাতেও রাখেনি দল। লালু লেখেন, ‘‘আডবাণীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন। যদি কোনও শিষ্য আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তা হলে কিছু মনে করবেন না।’’ এটা দুপুরের কথা। সন্ধে ছ’টা নাগাদ কিন্তু আডবাণীর সঙ্গে দেখা করতে আসেন মোদী। ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান আডবাণীকে।

Lal Krishna Advani Birthday Narendra Modi লালকৃষ্ণ আডবাণী জন্মদিন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy