নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষেই প্রয়াত মায়ের উদ্দেশে পিণ্ডদান করার জন্য গয়াকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ সেপ্টেম্বর গয়াতে মা-কে পিণ্ডদান ছাড়াও, সেখানেই জনসভার পরিকল্পনা রয়েছে তাঁর। ঘটনাচক্রে, সে দিনই জন্মদিন প্রধানমন্ত্রী মোদীর। দু’মাস পরেই বিহারে ভোট। এই আবহে নিজের জন্মদিনেই তিন বছর আগে মৃত মা-কে পিণ্ডদান ও তর্পণ করতে কেন ভোটমুখী বিহারে গয়াকেই মোদী বেছে নিলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছেওই রাজ্যে।
বিহার বিজেপি সূত্রের খবর, আগামী ১৭ সেপ্টেম্বর গয়ার বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান করবেন প্রধানমন্ত্রী। ২০২২ সালে প্রধানমন্ত্রীর মা হীরাবেন প্রয়াত হন। তাঁর নামেই ওই পিণ্ডদান করবেন মোদী। ধর্মীয় আচারের পাশাপাশি, গয়া শহর জুড়ে একটি রোড-শো এবং জনসভার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রশ্ন উঠেছে তাই নিয়ে। বিরোধীদের বক্তব্য, পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান-তর্পণ লোকে করেই থাকে। কিন্তু বিষয়টির সঙ্গে যদি রাজনীতিকে জড়িয়ে ফেলা হয়, তা হলে সেটি কেবল ধর্মে আটকে না। ধর্ম তখন ব্যবহৃত হয় ভোটের স্বার্থে। বিশেষ করে এমন একটি সময়ে যেখানে কয়েক দিন আগে মোদীর মা-কে বিরোধী জনসভা থেকে কটূক্তি করা নিয়ে একপ্রস্ত রাজনীতিতে জড়িয়ে পড়েছিল শাসক-বিরোধী উভয় পক্ষই।
বিরোধী শিবিরের মতে, বিহারে ভোট আসন্ন। এই পরিস্থিতিতে নিজের জন্মদিনে মায়ের উদ্দেশে পিণ্ডদান করে বিষয়টির সঙ্গে রাজ্যের হিন্দু সমাজকে ধর্মীয় ভাবাবেগের মাধ্যমে জুড়তে চাইছেন মোদী। লক্ষ্য হিন্দু ভোটকে বার্তা দেওয়া। এক বিরোধী নেতার কথায়, ‘‘অথচ, মোদীই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁর রাজ্যের উত্তর গুজরাতের সিদ্ধপুরে মহিলাদের শ্রাদ্ধ ও পিণ্ডদানের ব্যবস্থা করেছেন। যাকে ‘মাতৃ গয়া’ নামেও ডাকা হয়ে থাকে। মোদী কিন্তু সেখানে যাননি।’’ রাজনীতিকদের মতে, জন্মদিনের দিনে পিণ্ডদান তা-ও ভোটমুখী রাজ্যে ফলে বিষয়টি স্বাভাবিক ভাবেই রাজনৈতিক চশমা দিয়ে দেখা হবে এবং প্রধানমন্ত্রীও চাইবেন বিষয়টি থেকে যথাসম্ভব ফায়দা যাতে কুড়িয়ে নেওয়া যায়।
এ দিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা পরিকল্পনা নিতে শুরু করেছে কেন্দ্রীয় মন্ত্রকগুলি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে গোটা দেশে ৭৫ হাজার স্বাস্থ্যশিবির খোলা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা দেশের সমস্ত বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, পরিষেবা কেন্দ্রগুলিকে ওই অভিযানের অংশ নেওয়ারআহ্বান জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)