শিশু রামের মূর্তিকে নিজে হাতে বহন করে এনে অযোধ্যার নতুন রাম মন্দিরে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় মূর্তি প্রতিষ্ঠার দিন। তার আগে ওই রাম মূর্তিকে মন্দির থেকে আধা কিলোমিটার দূরে একটি অস্থায়ী মন্দির তৈরি করে পুজো করা হচ্ছিল। সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সেখান থেকে মূর্তিটিকে রাম মন্দিরের নিয়ে আসার গুরুদায়িত্ব পালনের প্রস্তাব প্রধানমন্ত্রীকেই দিতে চলেছে মন্দির কর্তৃপক্ষ।
তবে সে ক্ষেত্রে মোদী ওই প্রস্তাবে রাজি হলে তাঁকে প্রধানমন্ত্রী পদের প্রোটোকল ভেঙে অস্থায়ী মন্দির থেকে স্থায়ী মন্দির পর্যন্ত ওই আধা কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে আসতে হবে। তার পর মূর্তিটিকে গর্ভগৃহে রাখবেন তিনি।
আগামী বছর মকর সংক্রান্তির পরের দিনই অযোধ্যার নতুন মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে শিশু রামের নতুন মূর্তি। ওই দিন অযোধ্যায় নতুন মন্দিরের গর্ভগৃহে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পুজোও হবে। সেই মূল পুজোয় বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার সময়ে যজমানের ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী মোদী। তার পরেই হবে বিগ্রহের চক্ষুদান।
সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই মূল পুজোর পর প্রার্থনা পর্ব শেষে শিশু রামের পুরনো মূর্তি বা চল মূর্তিকে রাখা হবে পবিত্র স্থানে। আর গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে অচল মূর্তি। গোটা প্রক্রিয়াটিই সম্পন্ন হবে সকাল সাড়ে ১১টা থেকে থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে। ওই পুজোর পর প্রার্থনা করা পুরনো শিশুরামের মূর্তি
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শুরু থেকেই থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। এ ছাড়াও দেশের মান্যগণ্যদের আমন্ত্রণ জানানো হবে ওই অনুষ্ঠানে। গোটা দেশেই সম্প্রচারিত হবে রামমন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পুজোর অনুষ্ঠানটি।
আরও পড়ুন:
-
নারায়ণ মূর্তি, প্রেমজির শহরে থাকেন, সম্পত্তিতে তাঁদেরও টেক্কা দেন! কে এই ধনকুবের?
-
‘জানি ইডি আমাকেও ডাকবে, যা নথি প্রয়োজন, দেব’, জানালেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী
-
এ বার কি ভারত বিশ্বকাপ জিতবে? কলকাতায় আসার আগে তিন শব্দে উত্তর দিলেন রোহিত
-
পশ্চিমবাংলায় এসে ইডির ‘রাজনৈতিক’ ভূমিকা নিয়ে সরব ইয়েচুরি, আলিমুদ্দিন স্ট্রিট কি অস্বস্তিতে পড়ল?