কঠিন সময়ে ইজ়রায়েলের পাশে দাঁড়ানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ২২ জন সাধারণ ইজ়রায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫৫০ জন আহত হয়েছেন বলে অভিযোগ। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা করে বলেছেন, ‘‘যুদ্ধে আমরাই জিতব।’’ এই পরিস্থিতিতে শনিবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী লেখেন, “ইজ়রায়েলের উপর জঙ্গি আক্রমণ হওয়ার সংবাদ পেয়ে আমি বিস্মিত। নিরীহ যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইজ়রায়েলের পাশে আছি।”
ইজ়রায়েলের পাশে দাঁড়িয়ে জঙ্গি হামলার নিন্দা করেছে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সও। অন্য দিকে ইজ়রায়েলের রাজধানী তেল আভিভমুখী উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। তেল আভিভ থেকে ভারতে আসা বিমানগুলিকেও আপাতত বাতিল করার কথা জানানো হয়েছে। বিমান সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজ়রায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সে দেশে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে।
চলতি বছরের গোড়া থেকেই হামাস এবং আর একটি প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী ‘প্যালেস্তাইন ইসলামিক জিহাদ’ (পিআইজে)-এর সঙ্গে ধারাবাহিক সংঘর্ষ চলছে ইজরায়েলি সেনার। সে সময় থেকেই প্রবেশপথগুলি বন্ধ করে গাজাকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে ঘনবসতিপূর্ণ এলাকায় ইজ়রায়েল সেনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যুও হয়েছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে শুক্রবার গভীর রাত থেকে ‘প্রত্যাঘাত’ শুরু করে হামাস বাহিনী। ২০ মিনিটের মধ্যে ইজ়রায়েলি বসতি লক্ষ্য করে অন্তত ৫,০০০ রকেট ছোড়ে তারা। এতে বেশ কয়েক জন নিহত হন বলে ইজ়রায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের অভিযোগ। এর পর শনিবার সকালে গাজার সীমানা ছাড়িয়ে ইজ়রায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছেন প্যালেস্তেনীয় যোদ্ধারা। যা সাম্প্রতিককালে নজিরবিহীন। হামাসের হামলার জবাব দিতে শনিবার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করে নেতানিয়াহু সরকার। এর পরেই শুরু হয় গাজায় হামাসের ঠিকানাগুলিতে বিমানহানা।
Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিয়ো-বার্তায় বলেন, ‘‘আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। আর এই যুদ্ধে আমরাই জিতব।’’ তেল আভিবের অভিযোগ, হামাসের বিশেষ বাহিনী গাজা থেকে ‘অপারেশন আল আকসা ফ্লাড’ শুরু করেছে। রকেট হামলার পাশাপাশি, হামলা চালাতে তারা বিস্ফোরক বোঝাই প্যারাগ্লাইডারও ব্যবহার করেছে। দাবির সমর্থনে ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে ইজরায়েল। জানিয়েছে, প্যালেস্তেনীয় যোদ্ধাদের হামলার মুখে প্রাণ বাঁচাতে গাজা সীমান্তবর্তী এলাকার বহু বাসিন্দা ঘর ছেড়েছেন। এই পরিস্থিতিতে গাজায় মৃত্যুমিছিল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছর ইজ়রায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে আড়াইশোর বেশি প্যালেস্তেনীয়, ৩৩ জন ইজ়রায়েলি এবং দু’জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।