Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের: ফারুক

পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। তাই পাকিস্তানের সঙ্গে কথা না বললে কাশ্মীর সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০২:২৭
Share: Save:

পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। তাই পাকিস্তানের সঙ্গে কথা না বললে কাশ্মীর সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

ফারুকের মতে, জম্মু-কাশ্মীর ও পাক-অধিকৃত কাশ্মীরে স্বায়ত্তশাসন প্রয়োজন। দিল্লির উচিত ইসলামাবাদের সঙ্গে আলোচনা করে সেই পথে এগোনো। তাঁর কথায়, ‘‘নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কাশ্মীরের ভারতভুক্তি হয়েছিল। ভারত সেই শর্তের কথা ভুলে গিয়েছে বলে মন্তব্য করেন এক পাক মন্ত্রী। তাঁর কথা ঠিক।’’ ফারুকের মতে, কেন্দ্রের বিশেষ দূত দীনেশ্বর শর্মা নানা পক্ষের সঙ্গে আলোচনা করেছেন ঠিকই। কিন্তু ভারত ও পাকিস্তান আলোচনা না করলে সমস্যার সমাধান হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ, কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের।

প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের কটাক্ষ, ‘‘৪০ বছর আগে যখন ফারুককে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তখন তিনি স্বায়ত্তশাসনের কথা ভুলে গিয়েছিলেন। এখন ক্ষমতা ফিরে পেতে তা বলছেন। কাশ্মীরের তরুণ প্রজন্ম যথেষ্ট বুদ্ধিমান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE