দিল্লিতে সংঘর্ষের সময়ে পিস্তল হাতে পুলিশের দিকে তেড়ে আসা যুবককে অবশেষে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মহম্মদ শাহরুখ নামে ওই যুবককে আজ উত্তরপ্রদেশের শামলী থেকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (হত্যার চেষ্টা), ১৮৬ এবং ৩৫৩ ধারা এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির সীলমপুরের বাসিন্দা শাহরুখ। তবে এর আগে পুলিশের খাতায় কখনও তাঁর নাম ওঠেনি। জানা গিয়েছে, শাহরুখ নিয়মিত টিকটকে ভিডিয়ো পোস্ট করত, নিজেকে ‘মাচো’ বলে দেখাতে ব্যগ্র যুবকটি জিমেও যেত নিয়মিত। তার গানের একটি সিডিও পেয়েছে পুলিশ। শাহরুখের নিজের একটি কারখানা রয়েছে। ওই কারখানার মুঙ্গেরবাসী এক কর্মীর কাছ থেকে সে পিস্তলটি কিনেছিল।
তবে পুলিশ জানিয়েছে, শাহরুখের বাবা শেহর পাঠানের (এখন জামিনে মুক্ত) বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা চলছে। বরেলীর মাদকপাচারকারীদের সঙ্গে শাহরুখের বাবার যোগাযোগের খবর পাওয়ার পর থেকে পুলিশের অনুমান ছিল, সে হয়তো ওই এলাকায় গা ঢাকা দিয়েছে।
দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার অজিত শিংলার নেতৃত্বে একটি দল শামলীর বাসস্টপ থেকে তাকে গ্রেফতার করে। তবে তার পিস্তল এবং যে গাড়িতে সে দিল্লি থেকে পালিয়েছিল, এখনও উদ্ধার হয়নি।