ট্রাকচালক অপহরণ মামলায় প্রাক্তন আইএএস পূজা খেড়করদের পারিবারিক দেহরক্ষী গ্রেফতার। যদিও এই একই অভিযোগে পূজার বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। তাঁরা এখনও পলাতক। পুলিশ সূত্রে খবর, খেড়কর পরিবারের প্রফুল্ল সালুঙ্কেকে নভি মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতে। তিনি আবার খেড়কর পরিবারের গাড়িচালক।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পূজার বাবা দিলীপ এবং মা মনোরমা এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এ মাসের গোড়াতে গাড়ি নিয়ে ঝামেলার জেরে এক ট্রাকচালককে মারধরের পর অপহরণের অভিযোগ ওঠে পূজার বাবা এবং দেহরক্ষী প্রফুল্লের বিরুদ্ধে। ওই ট্রাকচালককে নিজেদের বাংলোয় এনে বন্দি করে রাখেন। তাঁকে উদ্ধার করতে গেলে পূজার মা মনোরমা পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, অভিযোগ, পুলিশের দিকে তাঁদের পোষ্য কুকুরকে লেলিয়ে দেন।
যে গাড়িতে ট্রাকচালককে অপহরণ করা হয়েছিল, সেই গাড়ির সূত্র ধরে পূজাদের বাড়িতে এসে পৌঁছোয় পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত সেই গাড়িটিকে পূজাদের বাংলোয় দেখতে পায় পুলিশ। তার পরই তাদের সন্দেহ হওয়ায় বাড়ি তল্লাশি করতে যায়। কিন্তু পুলিশকে সেই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধা পেয়ে পুলিশ চলে গেলেও আবার ফিরে আসে। তখন গাড়িটিকে আর সেখানে দেখা যায়নি। পূজার বাবা এবং মায়েরও হদিস পাননি। ট্রাকচালককে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি মহারাষ্ট্রের পুণের অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিযুক্ত পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার, লালবাতি ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া অতিরিক্ত জেলাশাসকের কক্ষ ‘দখল’ করা এবং জেলাশাসকের সহকারীর কাছে বেআইনি দাবিদাওয়া পেশ করে সেই দাবি পূরণের জন্য হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। তার পর পূজার একের পর এক ‘কীর্তি’ প্রকাশ্যে আসতে শুরু করে!