বেআইনি ভাবে মদ বিক্রি চলছিল বিহারের গ্রামে। অভিযান চালাতে গিয়ে উল্টে গ্রামবাসীদের হাতে গুরুতর জখম হয়ে ফিরতে হল খোদ পুলিশকেই! শুক্রবার বিহারের জামুইয়ের বারহাট থানার কাদুয়াতারি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় চার পুলিশকর্মী চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলা ইন্সপেক্টরও রয়েছেন।
ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীদের তাড়া করেছেন কয়েক জন উন্মত্ত গ্রামবাসী। চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলে মারধরও করা হচ্ছে। নিজেদের বাঁচাতে পুলিশকর্মীরা হাত তুলে বসে পড়েছেন, তবু তাঁদের রেহাই দেওয়া হচ্ছে না।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই কাদুয়াতারি গ্রামে অবৈধ ভাবে মদের ব্যবসা চালানোর খবর পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে শুক্রবার বিকেলে অভিযান চালায় পুলিশের একটি দল। গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালাতে গেলে কিছু ক্ষণের মধ্যে গোটা গ্রামের লোক জড়ো হয়ে পুলিশকে হুমকি দিতে শুরু করেন। অভিযোগ, এর পর তাঁদের উপর চড়াও হন গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঘিরে ধরে অশ্লীল গালিগালাজ, মারধর চলতে থাকে। মহিলা ইন্সপেক্টরকেও রেহাই দেওয়া হয়নি। গুরুতর আহত অবস্থায় প্রাণ হাতে নিয়ে কোনও মতে সেখান থেকে পালান পুলিশকর্মীরা।
আরও পড়ুন:
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জামুইয়ের ডিএসপি সতীশ সুমন বলেন, ‘‘পুলিশের উপর এ ধরনের আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। হামলায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’