দিনে পড়ুয়াদের আওয়াজে গমগম করে স্কুল। আর সন্ধ্যা নামলেই সেই স্কুল হয়ে ওঠে মাদক তৈরির কারখানা। হায়দরাবাদে এমনই একটি স্কুলের হদিস পেল পুলিশ। আরও আশ্চর্যের বিষয় হল, স্কুলের খোদ অধিকর্তাই এই ব্যবসা রমরমিয়ে চালাচ্ছিলেন। আর মাদকের ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছিল সেই স্কুল।
স্কুল ছুটির পর পড়ুয়া, শিক্ষকেরা যখন চলে যেতেন, স্কুলের ভোল বদলে যেত। ক্লাসরুম বন্ধ করে তৈরি করা হত মাদক। পুলিশ জানিয়েছে, স্কুলের অধিকর্তা মালেলা জয়প্রকাশ গৌড়-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। স্কুল থেকে মাদক তৈরির বিপুল সরঞ্জাম, নগদ ২১ লক্ষ টাকা এবং প্রচুর মাদক উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
তেলঙ্গানা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় যে, হায়দরাবাদের একটি স্কুলে রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা। সেই খবর পাওয়ার পর নজরদারি চালাচ্ছিলেন আধিকারিকেরা। তার পরই হদিস মেলে সেই স্কুলের। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, স্কুলে ঢোকার পরেও বোঝা যাচ্ছিল না যে, এখানে মাদক তৈরি হচ্ছে। এমন ভাবে ব্যবস্থা করা হয়েছিল যে, কাকপক্ষীতেও টের না পায়। সকালে স্কুল হয়। পড়ুয়ারা আসে। যে ক্লাসরুমে তাদের শিক্ষাদান করা হয় দিনেরবেলায়, সন্ধ্যা নামলেই সেই ক্লাসরুমগুলি হয়ে ওঠে মাদক তৈরির কেন্দ্র।
পুলিশ জানিয়েছে, স্কুল থেকে নগদ ২১ লক্ষ টাকা, বিপুল পরিমাণ মাদক, রাসায়নিক, মাদক তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। স্কুলের অধিকর্তাই এই ব্যবসা চালাতেন। কোথা কোথায় এই মাদক পাচার করা হত, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।