রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়!
পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধেছিল বিক্ষোভকারী বিজেপি কর্মী, সমর্থকদের। উত্তরাখণ্ডে। তাতে একটা পা ভেঙেই গিয়েছিল পুলিশের ঘোড়া ‘শক্তিমানে’র।
অস্ত্রোপচারের পর কৃত্রিম পা পেয়েছিল ‘শক্তিমান’।
কিন্তু ওই ঘটনার পরেই তার ‘শক্তি’তে ঘাটতি দেখা গিয়েছিল। আর তেমন ছুটতে পারছিল না। ঝিমিয়েও পড়েছিল বেশ কিছুটা। তাকে দেহরাদূনে পুলিশ লাইনে কার্যত, বন্দি করেই রাখা হয়েছিল। ১৪ মার্চ মারা গেল ‘শক্তিমান’। ১৩ বছর বয়সে।
আরও পড়ুন- হার্ট, লিভার, স্টমাক কেটে নিয়ে কৃপালের দেহ পাঠাল পাকিস্তান!