দিল্লি বিস্ফোরণের ঘটনায় জম্মু-কাশ্মীরে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের সূত্রে তারিক মহম্মদ ও উমের রশিদ নামে দুই ভাইয়ের কথা জানা গিয়েছে। হামলার ঘটনায় যদিও তাদের সরাসরি কোনও যোগ মেলেনি। তবে তদন্তকারীরা জানিয়েছেন, চিকিৎসক উমর নবীর ব্যবহার করা যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল, সেটি কেনার সময়ে তারিক মালিকের নামে থাকা একটি সিম কার্ড ব্যবহার করা হয়েছিল। তদন্তে যুক্ত এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় তারিক বা তার ভাই উমেরের প্রত্যক্ষ কোনও যোগ মেলেনি। তবে নিজের নামে থাকা সিম কার্ডটি এক বন্ধুকে দেন তারিক। সম্ভবত গাড়িটি কেনাবেচার সময়ে সে ওই ফোন নম্বরটি ব্যবহার করে থাকতে পারে।’’
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-ই-ইসলামের সদস্যদের খোঁজে আজ কুলগাম জেলা জুড়ে তল্লাশি চালায় পুলিশ। ২০০টিরও বেশি জায়গায় খোঁজ চলে। সূত্রের খবর, শুধু কুলগামেই গত চার দিনে অন্তত ৪০০টি জায়গায় জঙ্গিদের খোঁজে হানা দিয়েছে পুলিশ। জামাত সদস্য বা তাদের পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সন্ত্রাসকে শিকড় থেকে নির্মূল করার লক্ষ্যে এই ব্যাপক অভিযান বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। কুলগামের পাশাপাশি তল্লাশি চলেছে সোপোরেও।
অন্য দিকে, আলকায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে সম্প্রতি পুণে থেকে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার জ়ুবের হাঙ্গরগেকরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে মিলেছে আল কায়দা সংক্রান্ত নথি এবং ওসামা বিন লাদেনের ভাষণের ভিডিয়ো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)