ট্রাকচালক অপহরণ মামলায় এ বার আরও বিপাকে প্রাক্তন আইএএস পূজা খেড়করের পরিবার। পুলিশের দাবি, এটি কোনও সাধারণ অপহরণের ঘটনা নয়। এটি একটি সংগঠিত অপরাধ বলেই মনে করছেন তদন্তকারীরা। সোমবার মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের এক আদালতে এমনটাই জানিয়েছে পুলিশ।
পূজার বাবা দিলীপ খেড়কর এই মামলায় অন্যতম অভিযুক্ত। গ্রেফতারির আশঙ্কায় তিনি আগাম জামিনের আবেদন জানান আদালতে। সোমবার ওই আগাম জামিনের আর্জির বিরোধিতা করে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর মুলুন্দ –আইরোলি রোডে খেড়করদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। তার পর ট্রাকচালককে অপহরণের অভিযোগ ওঠে পূজার বাবা এবং তাঁদের পরিবারের দেহরক্ষীর বিরুদ্ধে। পরে পূজাদের বাড়ি থেকেই ওই ট্রাকচালককে উদ্ধার করা হয়।
এই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন ওই দেহরক্ষী। সোমবার আদালতে পূজার বাবার আগাম জামিন মামলার শুনানির সময় পুলিশ জানায়, প্রাথমিক ভাবে এটি একটি দুর্ঘটনার মামলা হিসাবেই তদন্ত চলছিল। কিন্তু তার পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে রহস্য উন্মোচন হতে থাকে। তদন্তকারীদের দাবি, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরে পূজার বাবা ট্রাকচালকের উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয়। সংঘর্ষে গাড়ির কতটা ক্ষতি হয়েছে, তা নিয়ে ঝগড়া শুরু করে দেন তিনি। এর পরে থানায় নিয়ে যাওয়ার নাম করে জোর করে ট্রাকচালককে নিজেদের গাড়িতে তোলেন পূজার বাবা। কিন্তু তার পরে থানায় নিয়ে যাওয়ার বদলে ট্রাকচালককে নিজেদের বাড়িতে নিয়ে যান তিনি। বাড়ির বেসমেন্টে একটি ঘরের মধ্যে ট্রাকচালককে তালাবন্দি করে রাখা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
ট্রাকচালক অপহরণের ঘটনায় পূজার মা মনোরমা খেড়কর আগেই আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। গত ৩০ সেপ্টেম্বর আদালত তাঁর আগাম জামিনের আর্জি ম়ঞ্জুর করে। তদন্তকারী পুলিশকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।