Advertisement
E-Paper

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে অনলাইনে

এ বার থেকে দ্য ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস (সিসিটিএনএস) পাসপোর্ট পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমেই পাসপোর্ট আবেদনকারীরা অনলাইনে পুলিশ ভেরিফিকেশন করে নিতে পারবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ১৭:০২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠত মাঝেমধ্যেই। আবার অনেকে দাবি করতেন অযথা হয়রানি, সময় নষ্টের। সে জন্যই পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বদল আনার পরিকল্পনা নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, গোটা পদ্ধতি অনলাইনে করার পথে এগোতে চলেছে সরকার। আগামী বছরের মধ্যে পুরোদমে এই প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋিষি।

তিনি জানিয়েছেন, এ বার থেকে দ্য ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস (সিসিটিএনএস) পাসপোর্ট পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমেই পাসপোর্ট আবেদনকারীরা অনলাইনে পুলিশ ভেরিফিকেশন করে নিতে পারবেন।

আরও পড়ুন: মালেগাঁও কাণ্ডে জামিন পুরোহিতের

কেমন হবে এই সিসিটিএনএস পদ্ধতি?

সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, নয়া পদ্ধতিতে ভেরিফিকেশন সময় পুলিশের কাছে একটি মেশিন থাকবে। তার মধ্যেই আবেদনকারীর বাড়ির ঠিকানা সমেত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে দিতে হবে। মেহঋিষির আশা, এর ফলে পুলিশি যোগাযোগ এবং তা নিয়ে যে সমস্যার কথা এত দিন শোনা যেত, তা কমে যাবে।

আরও পড়ুন: ডোকলামের সীমান্ত সমস্যা মিটবে, আশা রাজনাথের

একই সঙ্গে তিনি জানিয়েছেন, শুধু পাসপোর্ট নয়, শীঘ্রই পুলিশ, আদালত, ফরেন্সিক গবেষণাগার, সংশোধনাগার— সব জায়গাতেই তথ্য সিসিটিএনএস-এর ডেটাবেসের সঙ্গে যুক্ত করা হবে।

আদতে সিসিটিএনএস-এ অপরাধীদের সমস্ত তথ্য রাখা হয়। ইতিমধ্যেই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে দেশের ১৫ হাজার ৩৯৪টির মধ্যে ১৪ হাজার ২৮৪টি থানা। সে জন্য কোনও প্রান্তে কারও নামে অভিযোগ থাকলে সহজেই তা সামনে আসবে। এর ফলে পাসপোর্ট যাচাইয়ের কাজ দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

CCTNS Online passport police verification Passport Police verification
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy