Advertisement
০৮ মে ২০২৪

কমলনাথের দিকে বন্দুক

কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথের দিকে বন্দুক তাক করার অভিযোগে সাসপেন্ড করা হল মধ্যপ্রদেশের এক কনস্টেবলকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দোয়ারা এয়ারস্ট্রিপে। অভিযুক্ত কনস্টেবলের নাম রত্নেশ পওয়ার।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৩
Share: Save:

কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথের দিকে বন্দুক তাক করার অভিযোগে সাসপেন্ড করা হল মধ্যপ্রদেশের এক কনস্টেবলকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দোয়ারা এয়ারস্ট্রিপে। অভিযুক্ত কনস্টেবলের নাম রত্নেশ পওয়ার। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিআইজি জি কে পাঠক।

কমলনাথ জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। ছিন্দোয়ারা কংগ্রেসের এই প্রথম সারির নেতার লোকসভা কেন্দ্র। নিজের কেন্দ্রের কয়েকটি জনসভা সেরে শুক্রবার বিকেলে দিল্লি যাওয়ার জন্য ব্যক্তিগত উড়ান ধরতে চপারে করে ছিন্দোয়ারা এয়ারস্ট্রিপে আসেন কমলনাথ। পুলিশ সূত্রের খবর, সাংসদের চার্টার্ড বিমানের নিরাপত্তার দায়িত্বে যে চার পুলিশকর্মী ছিলেন, তাঁদেরই এক জন রত্নেশ। অভিযোগ, আচমকা তিনি কমলনাথের দিকে নিজের বন্দুক তাক করেন। মুহূর্তের মধ্যে চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাছাকাছি থাকা অন্য পুলিশকর্মীরা সঙ্গ সঙ্গে রত্নেশকে জাপটে ধরে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় অবশ্য কমলনাথের দিল্লি যাওয়া আটকায়নি।

ছিন্দোয়ারার এএসপি নীরজ সোনি জানিয়েছেন, কনস্টেবল রত্নেশকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর কোনও শারীরিক বা মানসিক সমস্যা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। জেরা করা হচ্ছে অভিযুক্ত কনস্টেবলকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রত্নেশ। তিনি জানিয়েছেন, বন্দুকটি তিনি এক কাঁধ থেকে অন্য কাঁধে নিয়ে যাচ্ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE