Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Controversial Encounter

Srinagar Encounter: তদন্তে প্রশ্ন তোলার অধিকার নেই! রাজনীতিক, সংবাদমাধ্যমকে সতর্কবার্তা কাশ্মীর পুলিশের

কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পুলিশ দিলবাগ সিংহ শুক্রবার জানিয়েছেন, হায়দরপোরা সংঘর্ষ নিয়ে তদন্ত স্বচ্ছভাবেই হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৪:৫৬
Share: Save:

পুলিশের তদন্তের রিপোর্ট নিয়ে সমালোচনা করার অধিকার সংবাদমাধ্যম এবং রাজনীতিকদের নেই। তদন্তের স্বচ্ছতা নিয়ে রাজনীতিকদের ‘মনগড়া কথা’ পুলিশকে আহত করে। নভেম্বর মাসে শ্রীনগরের হায়দরপোরার ‘বিতর্কিত’ সংঘর্ষ প্রসঙ্গে শুক্রবার এ কথা জানিয়েছেন কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ অফিসার।

ডিরেক্টর জেনারেল অব পুলিশ দিলবাগ সিংহ শুক্রবার জানিয়েছেন, হায়দরপোরা সংঘর্ষ নিয়ে তদন্ত স্বচ্ছভাবেই হয়েছে। কিন্তু এ নিয়ে রাজনীতিকদের সমালোচনায় তিনি ‘ব্যথিত’। রাজনীতিকদের সমালোচনা নিয়ে তিনি বলেছেন, ‘‘এ সব কথায় আমরা ব্যথিত। যদি তাঁদের কাছে প্রমাণ থাকে, তা হলে তা তদন্তকারী প্যানেলের সামনে তুলে ধরা উচিত। তাঁদের মন্তব্য আইনবিরুদ্ধ এবং আইন তার নিজের পথেই চলবে।’’

১৫ নভেম্বর হায়দরপোরায় একটি সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিরীহ ব্যক্তিদের উপর গুলি চালনার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উঠতেই ঘটনার তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তদন্তের পর নিরাপত্তা বাহিনীকে ক্লিনচিট দেয় বিশেষ তদন্তকারী দল। তা নিয়েই সরব হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তার পরই এ কথা জানিয়েছেন কাশ্মীর পুলিশের ওই অফিসার। তিনি আরও বলেছেন, ‘‘তদন্ত ঠিক ভাবে হয়েছে কি হয়নি, তা নির্ধারণ করবেন আদালত এবং বিচারকেরা। রাজনীতিক, সংবাদমাধ্যমের কোনও অধিকার নেই। যদি তাঁরা সেটা করেন, তা হলে তাঁরা নিজেদের কাজের পরিধি সম্পর্কে জানেন না। আমি রাজনীতিকদের বলছি, মানুষকে উস্কাবেন না। আদলতকে বিচার করতে দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE