Advertisement
E-Paper

চার বছরের মেয়েকে আছড়ে মারল বাবা!

ওইটুকুন মেয়ে খুব ‘অন্যায়’ করে ফেলেছিল! ‘অনুশাসন’ মানেনি! তাই, একরত্তি মেয়েটাকে আছড়ে মারল তার বাবা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ১২:৩৪

ওইটুকুন মেয়ে খুব ‘অন্যায়’ করে ফেলেছিল!

‘অনুশাসন’ মানেনি! তাই, একরত্তি মেয়েটাকে আছড়ে মারল তার বাবা।

বড্ড খিদে পেয়ে গিয়েছিল একরত্তি মেয়েটার! তাই, মাথায় ঢাকনা না-দিয়েই মায়ের সঙ্গে খেতে বসে গিয়েছিল। বাবা যে মাথায় কিছু জড়িয়ে খেতে বসতে বলে, সে কথা আর বেচারি মেয়েটার মনে ছিল না!

এই ‘অপরাধে’ই খাবারের থালা পা দিয়ে দূরে ঠেলে, মায়ের পাশ থেকে তাকে টেনে-হিঁচড়ে তুলে এনে, বাড়ির উঠোনে চার বছরের শিশু-কন্যাকে আছড়ে মারল বাবা! আছড়ে মারার আগে একরত্তি মেয়েটাকে প্রচন্ড মারধরও করা হল। স্ত্রী বাধা দিতে গেলে, তাকেও বেধড়ক মারধর করে সে।

নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে, বেরিলির কাছে একটি গ্রামে। গত কাল।

চার বছরের শিশু-কন্যা ফারহিনকে আছড়ে মারার পর, বাড়ির উঠোনেই তাকে গোপনে-গোপনে কবর দিতে চেয়েছিল বাবা জাফর হুসেইন। স্ত্রী নায়িমকে পই-পই করে বলে দিয়েছিল, যাতে এই খবর বাইরে না-রটে। রটলে, স্ত্রীকে খুন করে ফেলবে বলেও শাসিয়েছিল জাফর।

কিন্তু, জাফরের কথা শোনেনি তার স্ত্রী নায়িম। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে নায়িম থানায় গিয়ে পুলিশকে গোটা ঘটনাটা জানায়। জাফরের বিরুদ্ধে এফআইআর করে। একরত্তি মেয়েকে খুনের অভিযোগে পুলিশ জাফরকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। কেন সে এমন ঘটনা ঘটাল, তা নিয়ে জাফরকে লাগাতার জেরা করছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছেন, জাফরের রোজগারপাতি তেমন ছিল না। চার ছেলে-মেয়ে। খুব কষ্টে-সৃষ্টে সংসার চালাতেন নায়িম। অনেক দিন খাওয়াই জুটত না। শুধু পেট ভরে জল খেয়ে নিয়েই সকলে শুয়ে পড়ত। তাই, যে দিন বাড়িতে রান্নাবান্না হত, সে দিন জাফরের ছেলেমেয়েদের চোখ আনন্দে চকচক করে উঠত।

কাল ছিল তেমনই একটা দিন। জাফরের বাড়িতে রান্নাবান্না হয়েছিল। তাই খেতে বসার জন্য তার ছেলেমেয়েদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।

‘ধর্মপ্রাণ’ জাফর ছেলেমেয়েদের পই-পই করে বলে দিয়েছিল, খেতে বসার সময় যেন তারা মাথা ঢেকে বসে। না হলে আল্লা ‘দোয়া’ করবে না!

পেট জ্বলে যাচ্ছে খিদের জ্বালায় আর সামনে রান্না করা খাবারের গন্ধ- নিজেকে আর সামলাতে পারেনি চার বছরের বেচারি ফারহিন। বাবার কথা আর তার মনে ছিল না!

‘অপরাধ’ কি তার কিছু কম?

poor muslim father muslim father baby daughter up village bareily farheen killer father daughter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy