Advertisement
২৭ এপ্রিল ২০২৪
IPL

IPL Betting: ২৪ পরিবারের কোটি টাকা হাতিয়ে আইপিএল বেটিং! সর্বস্ব খুইয়ে হাজতে পোস্টমাস্টার

অভিযুক্ত বিশালকে ২০ মে পুলিশ গ্রেফতার করে। পুলিশের কাছে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানা গিয়েছে।

অভিযুক্তকে ২০ মে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তকে ২০ মে গ্রেফতার করে পুলিশ। গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১০:০১
Share: Save:

দু’বছর ধরে পোস্ট অফিসে রাখা ২৪টি পরিবারের সঞ্চয় আইপিএলের বেটিংয়ে লাগিয়ে হাজতে এক পোস্টমাস্টার। অভিযুক্ত পোস্টমাস্টার ২৪ পরিবারের মোট এক কোটি টাকা বেটিংয়ে লাগিয়েছিলেন। বেটিং করতে গিয়ে সব টাকাই খুইয়েছেন তিনি। অভিযুক্তের নাম বিশাল আহিরওয়ার। অভিযুক্ত বিনা সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই টাকা সাগর জেলার একটি সাব পোস্ট অফিসে জমা দেওয়ার কথা ছিল অভিযুক্তের। কিন্তু তিনি এই পরিবারগুলির নামে নকল অ্যাকাউন্ট খুলে পাসবুকের মাধ্যমে দু’বছর ধরে সব টাকা তুলে নেন। এই টাকা তিনি দীর্ঘ দিন ধরে আইপিএল ম্যাচে বাজি ধরে জুয়া খোলার কাজে লাগাচ্ছিলেন।

অভিযুক্ত বিশালকে ২০ মে বিনা রেলওয়ে পুলিশ (জিআরপি) গ্রেফতার করে। পুলিশের কাছে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে।

আইপিএল-এর বেটিং কোথায় চলত এবং কারা কারা এর সঙ্গে জড়িত ছিল তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL ipl betting Post Offce Postmaster arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE