গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে চলা দ্বীপরাষ্ট্র মলদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ়্জ়ু ক্ষমতায় আসার পর এই প্রথম সে দেশে যাচ্ছেন তিনি। কূটনৈতিক সূত্রের খবর, সে দেশকে যাতে অল্প সুদে বড় মাপের ঋণ দেওয়া যায়, তার প্রস্তুতি চলছে সাউথ ব্লকে। মলদ্বীপে ভারতের অর্থে তৈরি হবে, এমন বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।
২৩ জুলাই থেকে ২৬ জুলাই — এই চার দিনে ব্রিটেন এবং মলদ্বীপে সফর করবেন প্রধানমন্ত্রী। ২৫ তারিখ ব্রিটেন থেকে মলদ্বীপে পৌঁছবেন মোদী। সেখানকার ৬০তম জাতীয় দিবস উদ্যাপনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। প্রতিবেশী রাষ্ট্র মলদ্বীপের সঙ্গে সম্পর্কের উন্নতি করাটা নয়াদিল্লির কূটনৈতিক এবং কৌশলগত অগ্রাধিকারের মধ্যে পড়ে। দু’বছর আগে যখন মলদ্বীপের প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন মুইজ়্জ়ু, ভারতের সঙ্গে ওই দ্বীপরাষ্ট্রের সম্পর্কের বেশ অবনতি হয়েছিল। চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মুইজ়্জ়ুর। গদিতে বসার পরপরই তিনি চিন সফরেও গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর লক্ষদ্বীপ সফরকে কেন্দ্র করে মলদ্বীপের কয়েক জন মন্ত্রীর মন্তব্যে বিতর্ক দানা বেধেছিল। ভ্রমণপিপাসুদের অতি প্রিয় মলদ্বীপ ভ্রমণ বয়কটের ডাকও উঠেছিল এ দেশে। সেই দেশেরপর্যটনে যা গুরুতর প্রভাব ফেলে। মলদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেছিলেন মুইজ়্জ়ু। তবে তার পর ক্রমে পরিস্থিতি স্বাভাবিকহয়েছে। মুইজ়্জ়ু ২০২৪ সালের অক্টোবরে ভারত সফরে আসায় সম্পর্ক ক্রমশ ভালর দিকেই চলেছে। এ বারের সফরে সেই উন্নতিতেই সিলমোহর দিতে চাইছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত তিনি শেষ বার মলদ্বীপে গিয়েছিলেন ২০১৯ সালে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)