Advertisement
E-Paper

পিয়নকে দিয়ে পরীক্ষার খাতা দেখান, দেন ৫০০০ ‘পারিশ্রমিক’ও! বিপাকে অধ্যাপক

পিয়নকে দিয়ে খাতা দেখানোর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে উচ্চশিক্ষা দফতর। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:২২
Professor pays peon 5000 to check exam papers then suspended in Madhya Pradesh

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিশ্ববিদ্যালয়ের পিয়নকে দিয়ে পরীক্ষার খাতা দেখিয়ে বিপাকে পড়লেন অধ্যাপক! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ওই অধ্যাপককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ওই অধ্যাপকের দাবি, শারীরিক সমস্যার কারণে তিনি অন্য এক জনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন।

মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহিদ ভগৎ সিংহ সরকারি কলেজে ঘটনাটি ঘটে। চলতি বছরের জানুয়ারিতে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে। জানা যায়, ওই কলেজের চতুর্থ শ্রেণির কর্মী পান্নালাল পাথারিয়া উত্তরপত্র মূল্যায়ন করেন। তাঁকে সেই কাজের দায়িত্ব দিয়েছিলেন অতিথি অধ্যাপক খুশবু পাগারে। পান্নালালের উত্তরপত্র মূল্যায়নের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তা নজরে আসে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের। তারা বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

গত ৩ এপ্রিল ওই কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য খুশবু পান্নালালকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। শুধু পান্নালাল নয়, বিশ্ববিদ্যালয়ের আরও এক কর্মচারী রাকেশ মেহেরকেও সাত হাজার টাকা দেওয়া হয়েছিল। তাঁকে বলা হয়েছিল, খাতা দেখার জন্য কাউকে ব্যবস্থা করে দিতে!

তদন্ত শেষে পান্নালাল এবং খুশবুকে দোষী সাব্যস্ত করেছে কমিটি। তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকেশকুমার বর্মা উভয়কেই বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আর কী পদক্ষেপ করা হবে, তা খতিয়ে দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Madhya Pradesh suspend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy