রাহুল গান্ধী ভোটার তালিকায় যে বড় মাপের গলদের অভিযোগ তুলেছেন, তার ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন বলে আসছে, রাহুল হলফনামা দিয়ে অভিযোগ না জানালে তা গ্রাহ্য নয়। রাহুলের অভিযোগের ভিত্তিতে তারা কোনও তদন্ত করার কথাও বলেনি। এ বার আদালতের কাছে জনস্বার্থ মামলা করে আর্জি জানানো হল, কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হোক।
বুধবার আইনজীবী রোহিত পাণ্ডে জনস্বার্থ মামলাটি দায়ের করেন। আদালতের কাছে তাঁর আবেদন, ভোটার তালিকা খতিয়ে না দেখা পর্যন্ত এই সংক্রান্ত পরিমার্জন এবং চূড়ান্তকরণের কাজ স্থগিত করা হোক। একই সঙ্গে আবেদনকারীর বক্তব্য, সু্প্রিম কোর্ট একটি নির্দেশকা দিক যাতে ভোটার তালিকার কাজে স্বচ্ছতা বজায় থাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)